স্ট্যাটাসেও ভয়েস নোট শেয়ার করতে পারবেন ইউজাররা, WhatsApp-এ আসছে নতুন 'ভয়েস স্ট্যাটাস' ফিচার

ইউজারদের সুবিধার্থে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) প্রায়শই নতুন ফিচার...
techgup 15 July 2022 11:20 PM IST

ইউজারদের সুবিধার্থে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) প্রায়শই নতুন ফিচার লঞ্চ করে চলেছে। হালফিলেই সংস্থার ঝুলিতে যুক্ত হয়েছে বহু প্রতীক্ষিত মেসেজ রিয়্যাকশন ফিচার। এছাড়া তারা কলিং অবতারসহ আরো কিছু ফিচার আনবে বলে শোনা যাচ্ছে। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে Meta (মেটা) মালিকানাধীন সংস্থাটি এখন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার সুবাদে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে (Whatsapp Status) ভয়েস নোট শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, বর্তমানে স্ট্যাটাস হিসেবে শুধুমাত্র ছবি এবং ভিডিও পোস্ট করতে পারেন ইউজাররা, কিন্তু উপরিউক্ত ফিচারটির আগমন ঘটলে ছবি এবং ভিডিওর পাশাপাশি তারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অডিও নোটও পোস্ট করার সুযোগ পাবেন।

অন্যান্যবারের মতই হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo একটি রিপোর্টে সর্বপ্রথম এই খবরটি প্রকাশ্যে এসেছে। পোর্টালটি আসন্ন এই ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে, যেখানে স্ট্যাটাসে ভয়েস নোট সাপোর্টের কার্যকারিতা ব্যাখ্যা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, স্ট্যাটাস আপডেট হিসেবে শেয়ার করা ভয়েস নোটকে 'ভয়েস স্ট্যাটাস' বলা যেতে পারে। এই ফিচারটির আগমন ঘটলে স্ট্যাটাস ট্যাবের নীচে একটি নতুন আইকন দেখা যাবে, যার সাহায্যে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস নোট শেয়ার করতে পারবেন।

একইসাথে রিপোর্টে একথাও বলা হয়েছে যে, কোনো ইউজারের স্ট্যাটাস প্রাইভেসি সেটিংস অনুসারে নির্বাচিত ব্যক্তিরাই কেবলমাত্র তার স্ট্যাটাস দেখতে পাবেন। এবং স্ট্যাটাসে পোস্ট করা ইমেজ ও ভিডিওর মতো ভয়েস নোটও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হবে। তবে বর্তমানে যেহেতু ফিচারটি বিকাশের অধীনে রয়েছে, তাই কবে এটি বিটা টেস্টারদের জন্য উপলব্ধ হবে এবং কবেই বা এটির স্টেবল রোলআউট হবে, সে সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আসছে আরো ফিচার

এছাড়াও, WhatsApp, 'কম্প্যানিয়ন মোড' (Companion Mode) নামক আর একটি ফিচার নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে, যেটি মাল্টি-ডিভাইস সাপোর্টের অনুরূপ হলেও তুলনামূলকভাবে আরও অনেক সুবিধাজনক হবে। এই 'কম্প্যানিয়ন মোড' ফিচারটি রোলআউট হলে ইউজাররা একইসাথে দুটি স্মার্টফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, বর্তমানে মাল্টি-ডিভাইস ফিচারের সুবাদে ইউজাররা একটি স্মার্টফোনের পাশাপাশি আইপ্যাড বা কম্পিউটারের মতো অন্যান্য ডিভাইসে একটি WhatsApp অ্যাকাউন্ট করতে পারলেও দুটি স্মার্টফোন থেকে একই অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ এখনও পর্যন্ত গ্রাহকদের জন্য উপলব্ধ নয়। সেক্ষেত্রে আসন্ন ফিচারটি রোলআউট হলে WhatsApp ব্যবহার করা ইউজারদের কাছে আরও অনেক বেশি সহজ তথা সুবিধাজনক হয়ে উঠবে।

Show Full Article
Next Story