WhatsApp Call record: হোয়াটসঅ্যাপে কীভাবে ভয়েস কল রেকর্ড করবেন জেনে নিন
বর্তমানে হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিশ্বের প্রায় অধিকাংশ মানুষের মোবাইলে উপস্থিত। উক্ত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ইউজারের...বর্তমানে হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিশ্বের প্রায় অধিকাংশ মানুষের মোবাইলে উপস্থিত। উক্ত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ইউজারের চাহিদা তথা প্রয়োজনের ভিত্তিতে ভয়েস কলিং, টেক্সটিং এবং ভিডিও কলিং সহ একাধিক কার্যকরী পরিষেবার অফার করে থাকে। সর্বোপরি, শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা ব্যক্তিকে এক নিমেষের মধ্যে ফোন করা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কিন্তু অনেকে নিরাপত্তার জন্য ফোনে কথা বলা কালীন তা রেকর্ড করতে পছন্দ করেন। আর হোয়াটসঅ্যাপে এমন কোনো ফিচার উপলব্ধ না থাকায় অনেকেই এটির থেকে কল করতে চান না। এক্ষেত্রে জানিয়ে রাখি, মেটা (Meta) অধীনস্ত প্ল্যাটফর্মটিতে রেকর্ডিং বিকল্প না থাকা সত্ত্বেও আপনারা এখন কল রেকর্ড করতে সক্ষম হবেন। আর এই কাজটি আপনারা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে করতে পারেন। দেখতে গেলে ইন্টারনেট ঘাটলে আপনারা এরকম একগুচ্ছ অ্যাপ পেয়ে যাবেন। তবে আমরা আপনাকে Call Recorder Cube ACR নামের অ্যাপটি ব্যবহারের পরামর্শ দেব। এটি গুগল প্লে স্টোরে (Google Play Store) ডাউনলোডের জন্য উপলব্ধ। চলুন আলোচ্য অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভয়েস কল কীভাবে রেকর্ড করা যাবে তার পদ্ধতি জেনে নেওয়া যাক।
WhatsApp -এ ভয়েস কল কীভাবে রেকর্ড করবেন?
কল রেকর্ডার কিউব এসিআর (Call Recorder Cube ACR) হল একটি কল রেকর্ডিং অ্যাপ এবং এটি ব্যবহার করা খুবই সহজ। এই অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভয়েস কল রেকর্ড করতে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন :
১. প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর ওপেন করে 'Call Recorder Cube ACR' লিখে সার্চ করতে হবে। এখান থেকে অ্যাপটি ইনস্টল করুন।
২. এবার অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে, ফোনের সেটিংস অপশনে গিয়ে সেখানে থাকা অ্যাক্সেসিবিলিটি (Accessibility) বিকল্পে ক্লিক করুন। তারপর কল রেকর্ডার কিউব অ্যাপটির কানেক্টর এনাবল করে দিন।
৩. পরবর্তী ধাপে আপনার কাছে ডিভাইস অ্যাক্সেস সংক্রান্ত কিছু অনুমতি চাওয়া হবে, সেগুলির অনুমোদন (Allow) দিন।
৪. এরপর আপনাকে কয়েকটি অ্যাপ অপশন দেওয়া হবে। আপনি যদি 'কল রেকর্ডার কিউব এসিআর' অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে চান, তবে তালিকায় থাকা 'WhatsApp' বিকল্পটি নির্বাচন করুন।
এমনটা করলেই হোয়াটসঅ্যাপের প্রতিটি ইনকামিং ও আউটগোয়িং কল 'রেকর্ডার কিউব এসিআর' অ্যাপে রেকর্ড হয়ে যাবে। আর জানিয়ে রাখি এটি একটি সম্পূর্ণরূপে 'ট্রাইড অ্যান্ড টেস্টেড' পদ্ধতি।
প্রসঙ্গত, আপনি চাইলে অটো-রেকর্ডিং অপশন ডিজেবলও করতে পারবেন এবং পরিবর্তে ম্যানুয়ালি কল রেকর্ড বিকল্প বেছে নেওয়া যাবে।