WhatsApp আনছে ভয়েস মেসেজ প্লেব্যাক ফিচার, কী এর সুবিধা জেনে নিন

কয়েক সপ্তাহ আগেই অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য ভয়েস মেসেজ প্রিভিউ ফিচার নিয়ে হাজির হয়েছে WhatsApp (হোয়াটসঅ্যাপ)। তবে এখন তারা নিজের অ্যাপ্লিকেশনের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশে…

কয়েক সপ্তাহ আগেই অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য ভয়েস মেসেজ প্রিভিউ ফিচার নিয়ে হাজির হয়েছে WhatsApp (হোয়াটসঅ্যাপ)। তবে এখন তারা নিজের অ্যাপ্লিকেশনের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশে আরো পরিবর্তন আনার পরিকল্পনা করছে বলে মনে হচ্ছে। আসলে Facebook (ফেসবুক)-এর মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি লাগাতার তার ভয়েস মেসেজ ফিচারের ওপর কাজ করে চলেছে; এর আগে আমরা ভয়েজ মেসেজের ইউআইয়ে সামান্য পরিবর্তন পরিলক্ষিত হওয়ার কথা আপনাদেরকে জানিয়েছিলাম। এখন নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই ফিচারটি আগামীদিনে গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়াররূপে (Global Voice Message Player) কাজ করবে। ফলত, ইউজাররা কোনো কন্ট্যাক্টের ভয়েস মেসেজ প্লে রাখা অবস্থায় চ্যাট উইন্ডো ছেড়ে বেরোলে (পড়ুন লিভ করলে) সাধারণ মিউজিক প্লেয়ারের মত মেসেজ রেকর্ডগুলি শোনা যাবে। আমরা জানি এখন ভয়েস মেসেজ শুনতে চাইলে নির্দিষ্ট চ্যাট ব্যাকগ্রাউন্ডে খোলা রাখতে হয়, চ্যাট লিভ করলেই ভয়েস মেসেজ প্লেব্যাক অটোমেটিক্যালি (স্বয়ংক্রিয়ভাবে) বন্ধ হয়ে যায়।

iOS ভার্সনে দেখা গেছে WhatApp Global Voice Message Player ফিচার

ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের আইওএস বিটা ভার্সনে নতুন ভয়েস মেসেজ প্লেব্যাক ফিচারটি লক্ষ্য করা গেছে (পরীক্ষাধীন)। সেক্ষেত্রে আশা করা হচ্ছে, সংস্থাটি খুব তাড়াতাড়িই অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এটি উপলব্ধ করবে। রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ারটি অ্যাপ্লিকেশনের শীর্ষে পিন থাকবে।

এতে, ইউজার চ্যাট লিভ করে অ্যাপের যে কোনো সেকশন খুললেও প্লেয়ার দৃশ্যমান থাকবে। আর ইউজাররা ইচ্ছেমত যেকোনো সময় ভয়েস মেসেজ থামাতে বা বন্ধ করতে সক্ষম হবেন। তবে কেবল দীর্ঘ সময়ের ভয়েস মেসেজগুলিতে এই নতুন বৈশিষ্ট্যটি কার্যকর হবে বলে মনে হচ্ছে।

এই প্রসঙ্গে বলে রাখি, হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ প্লেব্যাক ফিচারটি বর্তমানে বিকাশাধীন অর্থাৎ পরীক্ষার পর্যায়ে রয়েছে। তাই ইউজাররা এখন এটির সুবিধা পাবেন না। সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হলে, সাধারণ সব ইউজারদের কাছে আনার আগে কোম্পানিটি প্রতিবারের মতই প্রথমে বিটা টেস্টারদের জন্য এই ফিচার চালু করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন