WhatsApp: 'Disappearing' মেসেজ করা যাবে স্টোর, শীঘ্রই 'Keep Message' নামের ফিচার আনছে সংস্থা

বিশ্বের জনপ্রিয়তম ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) প্রায়ই নতুন ফিচার নিয়ে আসে। সাম্প্রতিক...
Anwesha Nandi 28 May 2022 4:25 PM IST

বিশ্বের জনপ্রিয়তম ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) প্রায়ই নতুন ফিচার নিয়ে আসে। সাম্প্রতিক সময়েও এর ইউজাররা বেশ কিছু নতুন বিকল্প পেয়েছেন, আবার কিছু ফিচার এখনো পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে এখন সংস্থাটিকে এমন একটি ফিচার নিয়ে কাজ করতে দেখা গেছে, যা ব্যবহারকারীদের মধ্যে মিশ্র অনুভূতি জাগিয়ে তুলবে bole মনে হচ্ছে। আসলে এবার WhatsApp এমন একটি ফিচার আনতে চলেছে, যার সাহায্যে ইউজাররা 'Disappearing Message' (ডিসঅ্যাপেয়ারিং মেসেজ) অপশনের অধীনে থাকা মেসেজগুলিকে সেভ করতে পারবেন। সোজা কথায় বললে, আগামী দিনে এই ধরণের মেসেজগুলিকে নির্দিষ্ট সময় পর অদৃশ্য বা ডিলিট হয়ে যাওয়ার হাত থেকে আটকানো যাবে। এই নতুন ফিচারটিকে সম্ভবত 'Keep Message' (কিপ মেসেজ) বলা হবে।

আপাতদৃষ্টিতে নতুন ফিচারের আগমনের কথা শুনে অনেকেই পুলকিত হবেন। আবার এটির কার্যকারিতা অনেকেই হাতে-কলমে ব্যবহার করবেন বলে আশা করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, যদি কেউ 'ডিসঅ্যাপেয়ারিং মেসেজ' অপশনটি এনাবেল না-ই রাখেন তাহলে 'কিপ মেসেজ' ফিচারের প্রয়োজনীয়তা কী? উক্ত অপশন বন্ধ রাখলেই তো মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে না। সেক্ষেত্রে বলি, আসন্ন 'কিপ মেসেজ' ফিচারের সাহায্যে ইউজাররা 'ডিসঅ্যাপেয়ারিং' অপশনযুক্ত চ্যাটের মধ্যে থেকে কোনো একটি গুরুত্বপূর্ণ মেসেজ সেভ রাখতে সক্ষম হবেন।

WABetaInfo-এর শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের 'ডিসঅ্যাপেয়ারিং মেসেজ' ফিচার নির্দিষ্ট সময় পর চ্যাটের মেসেজ অটোমেটিক্যালি ডিলিট করে দেয়; এতে ইউজারের স্টোরেজ বাঁচে, আবার বজায় থাকে গোপনীয়তাও। কিন্তু অনেক সময় এই ফিচার অন থাকলে চ্যাটের কোনো একটি গুরুত্বপূর্ণ মেসেজও ডিলিট হয়ে যায়, নতুবা সেটিকে চ্যাটবক্সে রাখতে গেলে ফিচারটি অফ করতে হয়। সেক্ষেত্রে নতুন 'কিপ মেসেজ' ফিচার বারবার 'ডিসঅ্যাপেয়ারিং মেসেজ' অপশন অন/অফ না করেও নির্দিষ্ট মেসেজকে গুরুত্বপূর্ণ হিসেবে স্টোর করে রাখবে। যদিও ঠিক কবে নাগাদ এই ফিচারটি চালু হবে, তা এখনো স্পষ্ট নয়।

WhatsApp-এর জন্য এসেছে নতুন আপডেট

অতি সম্প্রতি Meta (মেটা) মালিকানাধীন প্ল্যাটফর্মটি তার Android (অ্যান্ড্রয়েড) ও আইওএস (iOS) ইউজারদের জন্য 'Community' (কম্যুনিটি) ফিচার রোলআউট করেছে, এটি একটি গ্রুপে ৫১২ জন মেম্বারকে যুক্ত হতে দেবে। আবার এখন থেকে অ্যাপে ২ জিবি পর্যন্ত সাইজের ফাইল শেয়ার করা যাবে এবং একসাথে ৩২ জন ভয়েস কল করতে পারবেন বলে কোম্পানি ঘোষণা করেছে।

Show Full Article
Next Story