কোন অ্যাপ আপনার ফোনকে স্লো করছে এভাবে জেনে নিন

স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কারণ অনেক কঠিন কাজ স্মার্টফোন নিমেষেই করে দিতে পারে। আর এই কাজ করতে সহায়তা করে বিভিন্ন অ্যাপ। তবে এই…

স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কারণ অনেক কঠিন কাজ স্মার্টফোন নিমেষেই করে দিতে পারে। আর এই কাজ করতে সহায়তা করে বিভিন্ন অ্যাপ। তবে এই অ্যাপ স্মার্টফোনের স্টোরেজ এবং স্পিডের উপর প্রভাব ফেলতে পারে। এর জন্য আজকাল স্মার্টফোনে ১২ জিবি থেকে ১৬ জিবি অব্দি র‍্যাম দেওয়া হয়। কিন্তু সবার এত বেশি র‍্যামযুক্ত ফোন কেনার সামর্থ্য থাকে না। সেক্ষত্রে যেসব অ্যাপ অতিরিক্ত জায়গা নিচ্ছে সেগুলিকে ডিলিট করা জরুরি। এর ফলে আপনার ফোনও যেমন দ্রুত কাজ করবে, সাথে ব্যাটারি লাইফও বেড়ে যাবে। কিন্তু আপনি বুঝবেন কিভাবে কোন অ্যাপ আপনার ফোনের বেশি স্টোরেজ দখল করে আছে? আজ আমরা সেই পদ্ধতিই আপনাদেরকে জানাবো।

তবে কোনো অ্যাপের ওপর ফোন স্লো করার দোষ চাপানোর আগে, আপনাদের জানিয়ে রাখি যে বেশিরভাগ ক্ষেত্রে Facebook এবং Instagram জাতীয় অ্যাপগুলিই সবচেয়ে বেশি ব্যাটারি এবং র‍্যাম খেয়ে নেয়।

কোন অ্যাপগুলি বেশি স্টোরেজ ব্যবহার করে ফোনকে স্লো করছে এভাবে জেনে নিন

  • প্রথমেই ফোনের সেটিংসে চলে যান।
  • এবার স্টোরেজ বা মেমোরির উপর ট্যাপ করুন।
  • এরপর স্টোরেজ লিস্টে আপনি দেখতে পাবেন কোন অ্যাপ আপনার ফোনে সবচেয়ে বেশি স্পেস ব্যবহার করছে। এই লিস্টে আপনি ইন্টারনাল মেমোরির ভাগ দেখতে পাবেন।
  • এরপর মেমোরিতে ট‍্যাপ করে Memory used by apps-এ ট্যাপ করুন।
  • এই লিস্টে আপনি র‍্যামের চারটি ইন্টারভালে (৩ ঘন্টা, ৬ ঘন্টা, ১২ ঘন্টা এবং ১ দিন) App Usage দেখতে পাবেন।
  • এভাবেই আপনি জানতে পেরে যাবেন যে কোন অ্যাপ সবচেয়ে বেশি র‍্যাম ব্যবহার করছে।
  • এই তথ্যের ভিত্তিতে আপনি শীঘ্রই সেই অ্যাপটিকে আনইন্সটল করতে পারেন। যদি আপনার ইন্টারনাল মেমোরি ভর্তি হয়ে গিয়ে থাকে তাহলে ফোন স্লো হয়ে যেতে পারে। খেয়াল রাখুন ফোনের ইন্টারনাল মেমোরি যেন একটু ফাঁকাই থাকে। এর ফলে আপনার ফোনের স্পিড বেড়ে যাবে। তাছাড়া প্রতিদিন আপনার ফোনকে একবার রিস্টার্ট করতে ভুলবেন না।