iPhone ব্যবহার করেন? এক্ষুনি ডাউনলোড করুন নতুন iOS আপডেট

অ্যাপল (Apple) তার iPhone ও iPad ডিভাইসে জন্য সম্প্রতি একটি নতুন আপডেট প্রকাশ করেছে। এই আপডেটে ডিভাইসের সুরক্ষার ক্ষেত্রে ওয়েবকিট সংক্রান্ত গুরুতর কিছু দুর্বলতা সামনে…

অ্যাপল (Apple) তার iPhone ও iPad ডিভাইসে জন্য সম্প্রতি একটি নতুন আপডেট প্রকাশ করেছে। এই আপডেটে ডিভাইসের সুরক্ষার ক্ষেত্রে ওয়েবকিট সংক্রান্ত গুরুতর কিছু দুর্বলতা সামনে আসায়, অ্যাপল নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে। বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপল জানিয়েছে, তাদের নব্যতম প্রকাশিত এই আইওএস (iOS) ১৪.৪.২ সংস্করণটি ওয়েবকিটকে মেরামত করে সক্রিয় হয়ে ওঠা বাগ (bug) সংক্রান্ত সমস্যা গুলিকে সমাধান করবে।

ক্যালিফোর্নিয়ার কোম্পানিটি একটি রিপোর্টে জানিয়েছে, ওয়েবকিটে থাকা নির্দিষ্ট একটি বাগ ম্যালিশিয়াস ওয়েবসাইটকে সুযোগ করে দিচ্ছে ব্যবহারকারীর ডিভাইসে নির্বিচারে ক্রস-সাইট স্ক্রিপ্টিং চালিয়ে যেতে। এই বাগ সম্পর্কিত সমস্যা ক্রমাগত বেড়ে চলায় তা ডিভাইসে গুরুতর ক্ষতি করতে পারে বলেই দাবী আই ফোন নির্মাণকারী সংস্থাটি। সেক্ষেত্রে এই নতুন আইওএস সংস্করণটি বাগ দ্বারা সৃষ্ট সমস্যাকে মিটিয়ে দিয়ে ডিভাইসে ক্ষতিকর কোড প্রেরণকারী অপ্রয়োজনীয় ওয়েব কন্টেন্টের প্রভাবকে রুখে দেবে।

তাই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত সমস্যার সমাধানের জন্য, অ্যাপল সংস্থা আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীদের তাগিদা দিচ্ছে ১৪.৪.২ সফ্টওয়্যার আপডেটইকে অবিলম্বে ডিভাইসে ডাউনলোড করে নিতে। এর জন্য যেতে হবে ডিভাইসের সেটিংসে থাকা জেনারেল অপশনে। সেখানেই থাকা ‘সফ্টওয়্যার আপডেট’ থেকে সহজেই ডাউনলোড করেনিন ১৪.৪.২ সংস্করণটি। (Settings > General > Software Update)।

উল্লেখ্য নতুন ১৪.৪.২ সফ্টওয়্যার আপডেটটি, অ্যাপল, আইওএস ১৪.৫ (iOS 14.5)-এর বিটা রোল আউটের সামান্য কিছু দিন আগে নিয়ে এল। আইফোন নির্মাতাগণ আশা করছেন তারা আগামী মাসেই আইওএস ১৪.৫ –এর বিটা ভার্সনটি প্রকাশ করতে সক্ষম হবেন। জানা যাচ্ছে অ্যাপলের এই নতুন সংস্করণে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে ইউজারদের কিছু অতিরিক্ত ফিচার দেওয়া হবে। যেখানে, অ্যাপল ওয়াচ ব্যবহার করেই আইফোন আনলক করা যাবে। এরফলে আইফোনটিকে আনলক করতে ‘ফেস ডিটাক্সানের’ জন্য বারবার মাস্ক খুলতে হবে না ব্যবহারকারীকে। এছাড়া ‘অ্যাপ ট্র্যাকিং’ ফিচারটি ইউজারকে ব্যক্তিগত তথ্য থার্ড পার্টি কোনও অ্যাপ-এ শেয়ার করার আগে সচেতন করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন