Sundar Pichai: একসঙ্গে ২০টি ফোন ব্যবহার করেন গুগলের সিইও সুন্দর পিচাই, জানুন কারণ

আজকাল মানুষ স্মার্টফোন এবং প্রযুক্তির ব্যবহার না করে এক মুহূর্ত থাকতে পারে না। তবে, প্রযুক্তি বা স্মার্টফোন ব্যবহার ততক্ষনই ভালো যতক্ষণ মানুষ এটিকে সৃষ্টি মূলক…

আজকাল মানুষ স্মার্টফোন এবং প্রযুক্তির ব্যবহার না করে এক মুহূর্ত থাকতে পারে না। তবে, প্রযুক্তি বা স্মার্টফোন ব্যবহার ততক্ষনই ভালো যতক্ষণ মানুষ এটিকে সৃষ্টি মূলক কাজে ব্যবহার করে। আর এই সম্পর্কে গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) তার একটি সাক্ষাৎকারে বেশ কিছু বক্তব্য পেশ করেছেন। যদিও, পিচাইয়ের এই সাক্ষাৎকারটি ২০২১ সালের। তবুও, এটি বর্তমান সময়েও যথেষ্ট প্রাসঙ্গিকতার দাবি রাখে। চলুন জেনে নেওয়া যাক সুন্দর পিচাই স্মার্টফোন এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ঠিক কি কি বলেছিলেন।

সুন্দর কতগুলি স্মার্টফোন ব্যবহার করেন এবং কতক্ষণ নিজের বাচ্চাদের সেগুলি ব্যবহার করতে দেন, সেই সম্পর্কে এই সাক্ষাৎকারে তিনি একাধিক তথ্য প্রকাশ করেন।

গুগল এবং অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাই বলেন, তিনি বিভিন্ন কারণে, ২০টির বেশি ফোন ব্যবহার করে থাকেন। বর্তমানে যেখানে মানুষের জন্য একটি বা দুটি স্মার্টফোন পরিচালনা করাই কঠিন হয়ে পড়ে, সেখানে সুন্দর ২০টিরও বেশি স্মার্টফোন ব্যবহার কেন করেন সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, Google-এর সমস্ত ফিচারস গুলি পরীক্ষা করার জন্য তাকে এটি করতে হয়।

সুন্দর সেই সাক্ষাৎকারে আরো জানান যে, তিনি তার অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় রাখতে ঘনঘন পাসওয়ার্ড পরিবর্তন করেন না। বরং তিনি অতিরিক্ত নিরাপত্তার জন্য টুফ্যাক্টর অথেন্টিকেশনের উপর নির্ভর করেন। অর্থাৎ তিনি আধুনিক নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করে নিজের অ্যাকাউন্ট নিরাপদে রাখেন।

এছাড়াও, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসঙ্গে বলেন, এটি মানুষের তৈরি সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার। বর্তমানে যার দ্বারা একাধিক সৃজনশীল কাজ করা সম্ভব।

স্ক্রিন টাইম সম্পর্কে পিচাই বলেন, শিশুদের স্ক্রিনটাইম ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়মের বদলে নিজেদেরই ব্যক্তিগত সময়সীমা নির্ধারণ করতে দেওয়া উচিত। তার মতে নতুন প্রজন্মকে প্রযুক্তির সাথেই চলতে হবে। কারণ, এটি বর্তমান জীবনের একটি বড় অংশ। তাই তাদের প্রথম থেকেই প্রযুক্তি শিখতে হবে এবং গ্রহণও করতে হবে। আর এই জন্যই শিশুদের নিজেকেই এর সময়সীমা সম্পর্কে সচেতন হতে হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন