এই 7 কারণে কিনতেই হবে Motorola-র নতুন 5G ফোন Moto G45 5G

Motorola-এর নতুন বাজেট স্মার্টফোন Moto G45 5G আগামী ২১ আগস্ট ভারতে লঞ্চ হবে এবং এটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।...
techgup 16 Aug 2024 1:10 PM IST

Motorola-এর নতুন বাজেট স্মার্টফোন Moto G45 5G আগামী ২১ আগস্ট ভারতে লঞ্চ হবে এবং এটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। ই-কমার্স ওয়েবসাইটটি এই ফোনের লঞ্চের তারিখের পাশাপাশি এর ডিজাইন, কালার এবং ফিচার ইতিমধ্যেই সামনে এনেছে। অনুমান করা হচ্ছে যে, ডিভাইসটির দাম Moto G64 5G এর চেয়ে কম রাখা হবে। রিপোর্ট অনুযায়ী Moto G45 5G ভারতে ১৩,৯৯৯ টাকার কমে লঞ্চ হতে পারে। আসুন এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কেন Moto G45 5G কিনবেন

আল্ট্রা-প্রিমিয়াম ডিজাইন: মোটোরোলার মতে, মোটো জি৪৫ ৫জি আল্ট্রা-প্রিমিয়াম ডিজাইন অফার করবে। এটি সবুজ, লাল এবং নীলের মতো তিনটি স্টাইলিশ রঙে পাওয়া যাবে। আর ফোনটি লেদার ফিনিশ সহ আসায় স্টাইলিশ লুক দেবে।

পাওয়ার-প্যাকড প্রসেসর: মোটো জি৪৫ ৫জি স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে। এই প্রসেসর মোটো জি৮৫ ফোনেও ছিল, যা ভারতে ১৭,৯৯৯ টাকায় পাওয়া যায়।

১৩টি 5G ব্যান্ড থাকবে : Moto G45 5G ফোনে ১৩টি 5G ব্যান্ড থাকবে, ফলে এটি দ্রুত 5G কানেক্টিভিটি অফার করবে। তাই আপনি প্রায় সবসময়ই নন-স্টপ ব্রাউজিং, দ্রুত স্ট্রিমিং এবং ডাউনলোড স্পিড উপভোগ করতে পারেন।

ইমার্সিভ ৬.৫-ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে: Moto এর এই বাজেট ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ডলবি অ্যাটমস সাপোর্ট করবে।

অত্যাশ্চর্য ৫০ মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা: Moto G45 5G স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল কোয়াড-পিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। যা যেকোনো আলোতে চমৎকার ছবি তুলতে সাহায্য করবে। প্রাইমারি ক্যামেরার সাথে পাওয়া যাবে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হবে।

স্মার্ট কানেক্ট ফিচার: Moto G45 5G স্মার্ট কানেক্ট ফিচারের সাথে আসবে, যা আপনার ল্যাপটপের সাথে সহজেই ফোনকে যুক্ত করতে দেবে।

বেশি র‌্যাম স্টোরেজ: দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতে ৮ জিবি র‌্যাম থাকবে। আবার ফোনটি ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসে এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ দেওয়া হবে।

Show Full Article
Next Story