Windows 10: বিরক্তিকর নিউজ এন্ড ইন্টারেস্ট উইজেট ডিলিট করতে চান? জেনে নিন কীভাবে করবেন

Windows 10-এর সাম্প্রতিক আপডেটে Microsoft, “News and Interests” নামে একটি নতুন ফিচার যুক্ত করেছে। ফিচারটি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবরের হেডলাইনস, রাশিফল (horoscopes), স্টক…

Windows 10-এর সাম্প্রতিক আপডেটে Microsoft, “News and Interests” নামে একটি নতুন ফিচার যুক্ত করেছে। ফিচারটি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবরের হেডলাইনস, রাশিফল (horoscopes), স্টক মার্কেট রিপোর্ট, এবং আবহাওয়া সংক্রান্ত খবর প্রদর্শন করে। যদিও এর সাহায্যে সাম্প্রতিক ঘটনাবলীর ওপর খুব সহজেই নজর রাখা সম্ভব, কিন্তু তা সত্বেও উইন্ডোজ ব্যবহারকারীরা উইজেটটি খুব একটা পছন্দ করছেন না এবং সেজন্য তারা এটি ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করার উপায়ও খুঁজছেন।

Windows 10 এর নতুন আপডেটে জুড়েছে নিউজ এন্ড ইন্টারেস্ট উইজেট

যদি আপনি উইন্ডোজ ১০ এর টাস্কবারের উইজেট বাটনের উপর আপনার কার্সারটি ঘোরান, তাহলে ডেস্কটপের টাস্কবারের নীচের ডান কোণে অবস্থিত এই ফিচারটি পপ আপ হয়, যা ইউজারদের কাছে অত্যন্ত বিরক্তিকর। কোনো কোনো ক্ষেত্রে উইজেটের কনটেন্টও খুব প্রাসঙ্গিক নাও হতে পারে। এই কারণে ইউজাররা ফিচারটি রিমুভ করতে চাইছেন, এবং তার উপায়গুলি আমরা এখানে উল্লেখ করব। আপনি হয় নিউজ এন্ড ইন্টারেস্ট ফিচারটি সম্পূর্ণরূপে ডিসেবেল করতে পারেন, পপ-আপ হওয়া প্রতিরোধ করতে পারেন, অথবা এর টাস্কবার বাটনের সাইজ হ্রাস করতে পারেন।

১. যদি আপনি ফিচারটিকে সম্পূর্ণরূপে ডিসেবেল করতে চান, তবে মেনুতে রাইট-ক্লিক করুন, তারপর “News and Interests”-এ আপনার পয়েন্টারটি ঘোরান। এরপর একটি সাইড মেনু ওপেন হবে। এখানে ‘Turn Off’-এ ক্লিক করুন।

২. যদি আপনি কেবলমাত্র উইজেট বাটনের বারংবার পপ-আপ বন্ধ করতে চান, তবে বাটনটিতে রাইট-ক্লিক করুন, আপনার পয়েন্টারটি “News and Interests”-এ মুভ করান। সাইড-মেনুতে, ‘Open on Hover’ ডিসিলেক্ট করুন।

৩. যদি আপনি বাটনের সাইজ হ্রাস করতে চান, তবে “News and Interests” সাইড-মেনুতে ‘Show icon only’ সিলেক্ট করুন, তাহলে বাটনটি একটি ছোটো আইকনে হ্রাস পাবে। ‘Show icon and text’-এ সিলেক্ট করলে এটি আবার তার স্ট্যান্ডার্ড সাইজে ফিরে যাবে।

৪. “News and Interests” সাইড-মেনুতে আর একটি অপশন রয়েছে। ‘Reduce taskbar updates’ অপশনটির কারণে ফিচারটি তুলনামূলক কম ঘন ঘন আপডেট করবে। আপনি যদি সীমিত ইন্টারনেট ব্যবহার করে ডেটা সংরক্ষণ করার পাশাপাশি কিছু আপডেট রাখতে চান, তাহলে এই বিকল্পটি আপনার জন্য আদর্শ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন