বড় খবব: ৫ই অক্টোবর থেকে আপনার কম্পিউটারে ঢুকছে Windows 11 আপডেট, ঘোষণা Microsoft-এর

সব অপেক্ষার অবসান হলো। সামনের অক্টোবর মাসে প্রকাশ্যে আসতে চলেছে নয়া Windows 11 OS আপডেট। খোদ মাইক্রোসফটের (Microsoft) পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করা…

সব অপেক্ষার অবসান হলো। সামনের অক্টোবর মাসে প্রকাশ্যে আসতে চলেছে নয়া Windows 11 OS আপডেট। খোদ মাইক্রোসফটের (Microsoft) পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আগামী ৫ই অক্টোবর থেকে উপযুক্ত ডিভাইসে উইন্ডোজের নতুন ভার্সন ইনস্টল করা যাবে। এক্ষেত্রে আলাদা করে কোনো অর্থ খরচের প্রয়োজন নেই। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে সকলেই Windows 11 ইনস্টল করতে পারবেন। খুব স্বাভাবিকভাবেই মাইক্রোসফটের ঘোষণায় উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে উচ্ছ্বাস তৈরী হয়েছে।

Windows 11 OS আপডেট ইনস্টলের জন্য জরুরী হার্ডওয়্যার চাহিদা

আজ থেকে পাঁচ বছর আগে ঠিক যেভাবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম প্রকাশ্যে এসেছিল, ঠিক সেইভাবেই এর উত্তর প্রজন্মের সংস্করণ অর্থাৎ উইন্ডোজ ১১ রোল-আউট করা হবে। খুব সামান্য হার্ডওয়্যার চাহিদা পূরণের মাধ্যমে সমস্ত ল্যাপটপ এবং পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীগণ নতুন আপডেটে উত্তীর্ণ হতে পারবেন। এজন্য তাদের ডিভাইসে ৪ জিবি র‌্যাম, ৬৪-জিবি ফ্রি স্টোরেজ এবং একটি ৬৪-বিট প্রসেসরের উপস্থিতি দরকার হবে।

হার্ডওয়্যার চাহিদা অত্যন্ত কম হওয়ার ফলে বেশিরভাগ Windows 10 ব্যবহারকারীরাই নতুন আপডেট পেয়ে যাবেন। উল্লেখ্য, আসন্ন আপডেটে সম্পূর্ণ নতুন ডিজাইন এবং বহু আকর্ষণীয় ফিচার সংযোজন করা হয়েছে। এদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন স্টার্ট মেনু ও স্টার্ট বাটনের ক্ষেত্রে দেখা যাবে। Windows 11 সংস্করণে উভয় বিকল্পকেই টাস্কবারের মাঝামাঝি রাখা হয়েছে। এক্ষেত্রে দুটি পরিসরেই আমরা নতুন ফিচারের উপস্থিতি লক্ষ্য করবো।

উল্লেখ্য মাইক্রোসফট এও জানিয়েছে যে, অপেক্ষাকৃত পুরোনো ডিভাইস ও সিপিইউ (CPU) ব্যবহারকারীরাও Windows 11-এর (ম্যানুয়ালি) স্বাদ পাবেন। এদিক দিয়ে সংস্থা তাদের বঞ্চিত করবে না। পুরোনো কম্পিউটারের মালিকেরা আপডেট ইনস্টলের জন্য আইএসও (ISO) ফাইলের উপরে ভরসা করতে পারেন। তবে প্রয়োজনীয় চাহিদা পূরণে ব্যর্থ ডিভাইসগুলিকে তারা কোনো ধরনের আপডেট সরবরাহ করবে না বলে মাইক্রোসফট জানিয়ে দিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন