World's Highest Tunnel: ভারতে তৈরি হবে বিশ্বের উচ্চতম সুড়ঙ্গ, জুড়বে হিমাচল প্রদেশ ও লাদাখ

বিশ্বে খুব শীঘ্রই সুড়ঙ্গ তৈরিতে নজির গড়তে চলেছে ভারত। এদেশে তৈরি হবে বিশ্বের উচ্চতম সুড়ঙ্গ। হিমাচল প্রদেশ থেকে...
SUMAN 18 April 2022 10:57 PM IST

বিশ্বে খুব শীঘ্রই সুড়ঙ্গ তৈরিতে নজির গড়তে চলেছে ভারত। এদেশে তৈরি হবে বিশ্বের উচ্চতম সুড়ঙ্গ। হিমাচল প্রদেশ থেকে লাদাখের মধ্যে যোগাযোগ স্থাপন করবে এটি। যা তৈরি করবে বর্ডার রোডস অর্গানাইজেশন বা BRO। দেশের এই সুড়ঙ্গটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যে নাম তুলতে চলেছে, তা আশা করা যায়। বছর তিনেকের মধ্যেই এটি ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বলে সূত্রের খবর।

বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় রাস্তা তৈরি এবং তা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। বিআরও-র ডিরেক্টর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরি বলেন, বিশ্বের উচ্চতম সুড়ঙ্গটি ভারতের সিঙ্কুলা পাসে ১৬,৫৮০ ফুট উচ্চতায় তৈরি করা হবে। রবিবার তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিঙ্কুলা পাসে হিমাচল প্রদেশ থেকে জাস্কর রোড গাড়ি চলাচলের জন্য খুলে দেন। ৬টির বেশি গাড়ি জাস্কর থেকে সিঙ্কুলা গিরিপথ হয়ে মানালির দিকে যায়।

ডিজি লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী সংবাদসংস্থা পিটিআই (PTI)-কে বলেন, এ বছরের জুলাই মাস থেকে হিমাচল প্রদেশ থেকে লাদাখের জাঁস্কর ভ্যালির সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু করা হবে। তিনি বলেন এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ‘প্রজেক্ট যোজক’ নামে একটি দল গঠন করে দিয়েছেন। এই সুড়ঙ্গটি দুটি অঞ্চলের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে আনবে বলে জানা গেছে। এই সুড়ঙ্গের দক্ষিণ অংশটি সিঙ্কুলা পাসে অবস্থান করবে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১৬,০০০ ফুটের অধিক এটি হিমাচল প্রদেশ এবং লাদাখের মধ্যে যোগাযোগ স্থাপন করবে।

আবার সুড়ঙ্গের উত্তরাংশটি জাঁস্কর ভ্যালি এবং লাখাঙ্গের মধ্যে যোগসূত্র তৈরি করবে। বর্তমানে মানালি থেকে দারচা যেতে হলে সিঙ্কুলা গিরিপথের দিকে বাঁক নেওয়া এবং জাস্কর ভ্যালিতে পৌঁছানোর আগে ১০০ কিলোমিটারের অতিরিক্ত পথ যাত্রা করতে হয়। এই সুড়ঙ্গটি তৈরি হলে যাত্রাপথের দূরত্ব অনেকটাই কমে আসবে।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিশ্বের উচ্চতম সুড়ঙ্গটি চীন বা মতান্তরে পেরুতে অবস্থিত। গত বছর বিআরও উমলিংলা পাসে বিশ্বের সর্বোচ্চ রাস্তা তৈরি করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যা ১৯,৩০০ ফুট উচ্চতায় অবস্থিত। উমলিংলা পাস ছাড়াও লাদাখে মোটরগাড়ি চলাচলের জন্য বিশ্বের উচ্চতম সাতটি গিরিপথ রয়েছে। প্রতিটি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭,০০০ ফুটের অধিক।

Show Full Article
Next Story