ইলন মাস্ককে ধাক্কা দিয়ে নিষিদ্ধ হল X, VPN দিয়ে চালালে সাড়ে 7 লাখ টাকা জরিমানা

ব্রাজিলে আজ থেকে নিষিদ্ধ হল X। কিছুদিন আগেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস ইলন মাস্কের এই...
techgup 31 Aug 2024 6:01 PM IST

ব্রাজিলে আজ থেকে নিষিদ্ধ হল X। কিছুদিন আগেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস ইলন মাস্কের এই মাইক্রোব্লগিং সাইটটি নিষিদ্ধ ঘোষণা করে, যা এখন কার্যকর হয়েছে। বিচারক মোরেজ মাস্ককে X-এর জন্য নতুন আইনি প্রতিনিধি নিয়োগ করতে বলেছিলেন, কিন্তু মাস্ক সেসব কথা কানে‌ নেননি। এরপর এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের সর্বোচ্চ আদালত। বিচারপতি জানিয়েছেন, VPN ব্যবহার করে X ব্যবহারের চেষ্টা করলে প্রতিদিন প্রায় 7.5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

Apple ও Google কে পাঁচ দিন সময়

অনলাইন অ্যাপ স্টোর থেকে এক্স কে ব্লক করার জন্য 5 দিন সময় পেয়েছে অ্যাপল ও গুগল। এর সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকেও 5 দিন সময় দেওয়া হয়েছে এক্স ব্লক করার জন্য। মোরেস তার রায়ে লিখেছেন, এক্স ব্রাজিলের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলার জন্য দায়ী। তার দাবি সংস্থাটি বারবার এবং ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশকে অসম্মান করেছে।

রায়ে মোরেজ আরও লিখেছেন, ব্রাজিলে VPN-এর মাধ্যমে এক্স ব্যবহার করলে প্রতিদিন 8,874 ডলার (প্রায় 7.5 লক্ষ টাকা) জরিমানা করা হবে। রিপোর্টে বলা হয়েছে, মিথ্যা তথ্য ছড়ানো জন্য কিছু অ্যাকাউন্ট অপসারিত করার নির্দেশ দেওয়ার পর আদালত অবমাননা করে ব্রাজিলে এক্স-এর অফিসই বন্ধ করে দেন মাস্ক। যারফলে বেজায় চটেন মোরেজ।

https://twitter.com/cb_doge/status/1829574265731182793

আদালতের সিদ্ধান্তে হতাশ মাস্ক

বিচারক মোরেজের এই সিদ্ধান্তে মাস্ক স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন এবং এক্স পোস্টেও তার ক্ষোভ উগড়ে দিয়েছেন। মাস্ক লিখেছন, 'তারা ব্রাজিলে সত্যের এক নম্বর উৎসকে নিষিদ্ধ করল।'

Show Full Article
Next Story