মাত্র 243 টাকা মাসে খরচ‌‌ করে চালানো যাবে X, Twitter আনল বেসিক ও প্রিমিয়াম প্ল্যান

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্ম X (আগে নাম ছিল Twitter) আজ আরও দুটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান আনল, যাদের নাম – প্রিমিয়াম প্লাস ও বেসিক (Premium+…

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্ম X (আগে নাম ছিল Twitter) আজ আরও দুটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান আনল, যাদের নাম – প্রিমিয়াম প্লাস ও বেসিক (Premium+ and Basic)। এর মধ্যে প্রিমিয়াম প্লাস প্ল্যানের মূল্য রাখা হয়েছে ১৬ ডলার বা ১৩০০ টাকা‌ প্রতিমাস।

এতে বিজ্ঞাপন মুক্ত নিঝঞ্ঝাট অভিজ্ঞতা লাভ করা যাবে। পাশাপাশি মিলবে রিপ্লাই বুস্ট ও‌ ক্রিয়েটর টুল ব্যবহারের সুযোগ। অন্যদিকে বেসিক প্ল্যানের দাম রাখা হয়েছে প্রতিমাসে ৩ ডলার বা ২৪৩.৭৫ টাকা

তবে এখানে প্রোফাইলের জন্য ব্লু চেকমার্ক পাওয়া যাবে না। পরিবর্তে বেসিক প্ল্যানে পোস্ট এডিট, অনেক অক্ষরে লেখা ইত্যাদি সুবিধা দেওয়া হবে। এছাড়া এখানে রিপ্লাইয়ের ক্ষেত্রে হালকা বুস্ট পাওয়া যাবে।

X Premium+ ও Basic প্ল্যান দুটির বার্ষিক সাবস্ক্রিপশনও‌ নেওয়া যাবে। এরফলে ১২ শতাংশ ডিসকাউট‌ পাওয়া যাবে। X এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে এই সাবস্ক্রিপশন কেনা যাবে। এর আগে সংস্থার একটি Premium প্ল্যান ছিল, যার মূল্য ধার্য করা হয়েছিল ৮ ডলার।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন