৫ হাজার টাকা দাম কমলো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Xiaomi 11i 5G ফোনের, আজ রাতেই অফার শেষ
Flipkart End of Season Sale : Flipkart আয়োজিত 'End of Season Sale' আজ অন্তিম দিনে পা রাখলো। তবে সেল শেষ হতে চললেও, অফার...Flipkart End of Season Sale : Flipkart আয়োজিত 'End of Season Sale' আজ অন্তিম দিনে পা রাখলো। তবে সেল শেষ হতে চললেও, অফার ও ডিসকাউন্টের পরিমাণে কিন্তু একটুও কমতি দেখা যাবে না। বিশেষত স্মার্টফোন সেগমেন্টের সাথে উপলব্ধ অফার রীতিমতো প্রলুব্ধ করবে ক্রেতাদের। সেক্ষেত্রে আপনারা যদি একটি মিড-রেঞ্জের স্মার্টফোন কিনতে চান, তাহলে চলমান সেলে উপলব্ধ একটি সেরা ডিল সম্পর্কে আপনাদের জানাবো। আজ্ঞে হ্যাঁ, এই সেলে Xiaomi 11i 5G হ্যান্ডসেটকে ফ্লাট ১৬% ডিসকাউন্টের পাশাপাশি এক্সচেঞ্জ বোনাস এবং একাধিক ব্যাঙ্ক অফারের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। যার দরুন ক্রেতারা এটিকে প্রায় অর্ধেকেরও কম দামে পকেটস্থ করে নিতে পারবেন।
Xiaomi 11i 5G দাম ও অফার
শাওমি ১১আই ৫জি ফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২৬,৯৯৯ টাকা ধার্য করা হয়েছিল।
তবে, ফ্লিপকার্ট এন্ড অফ সিজন সেল চলাকালীন অর্থাৎ আজ রাত ১২টা পর্যন্ত উক্ত ফোনের উভয় ভ্যারিয়েন্টের সাথেই ভারী ডিসকাউন্ট দেওয়া হবে। যেমন ৬ জিবি র্যাম যুক্ত বেস ভ্যারিয়েন্টকে ২০,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। আবার ৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২১,৯৯৯ টাকায়। এরজন্য আপনাকে পেমেন্টের সময় ইউপিআই পদ্ধতি বেছে নিতে হবে।
একই সাথে, Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং পুরোনো মোবাইল আপগ্রেডের ক্ষেত্রে ১৬,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে।
Xiaomi 11i 5G স্পেসিফিকেশন
শাওমি ১১আই ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন সহ একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাব এই ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ এনহ্যান্সড এডিশন কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বর্তমান।
ফটোগ্রাফির জন্য, শাওমি ১১আই ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - ডুয়েল ISO সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (HM2), ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার ডিভাইসের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 11i 5G ফোনে ৫,১৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোন ফুল চার্জ হতে ৪৩ মিনিট সময় নেবে বলে দাবি করেছে শাওমি। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পরিশেষে, এই Xiaomi 11i 5G ফোনে আছে ভেপার কুলিং সিস্টেম এবং এটি IP53 রেটিং সহ এসেছে।