Xiaomi 11T Pro শীঘ্রই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে ভারতে আসছে, পেয়ে গেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন

ভারতের বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে শাওমির প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন Xiaomi 11T Pro। চলতি বছরের সেপ্টেম্বর মাসে Xiaomi 11T-এর সাথে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ…

ভারতের বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে শাওমির প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন Xiaomi 11T Pro। চলতি বছরের সেপ্টেম্বর মাসে Xiaomi 11T-এর সাথে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়। এরপর Xiaomi 11T Pro নিয়ে স্মার্টফোনপ্রেমীদের মধ্যে উন্মাদনা যেমন ছিল, তেমনই ভারতে এই ফোনটি আসা নিয়ে জল্পনাও তৈরি হচ্ছিল। অক্টোবর মাসে BIS ও IMEI-এর ডেটাবেসে দেখতে পাওয়ার পর আরও জল্পনা বাড়ে। তারপর গুগল প্লে কনসোলেও স্পট করা হয় ফোনটিকে। এখন সম্প্রতি জনপ্রিয় এক টিপস্টার Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে 2107113 মডেল নম্বর সহ Xiaomi 11T Pro কে দেখতে পেয়েছেন। ফলে ভারতে ফোনটি লঞ্চ হতে যে খুব বেশিদিন বাকি নেই তা আর বলার অপেক্ষা রাখে না। Xiaomi 11T Pro ফোনে রয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ ও ৮ জিবি র‍্যাম দেখা যেতে পারে।

ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে (Bluetooth SIG) স্পট করা হল Xiaomi 11T Pro

টিপস্টার মুকুল শর্মা, Xiaomi 11T Pro ফোনটি ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছেন। 2107113I, 2107113R ও 2107113G – তিনটি মডেল নম্বরে ফোনটিকে স্পট করা গেছে। তারমধ্যে ‘I’ দিয়ে শেষ হওয়া মডেল নম্বরটি ফোনটির ভারতীয় ভার্সন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কোম্পানির তরফ থেকে এই স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে এখনও কিছুই প্রকাশ করা হয়নি।

ভারতে শাওমি ১১টি প্রো -এর দাম (Xiaomi 11T Pro Price)

গ্লোবাল মার্কেটে তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ শাওমি ১১টি প্রো ফোনটি। এই ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ৬৪৯ ইউরো (আনুমানিক ৫৬,৪০০ টাকা) এবং বাকি দুটি ভ্যারিয়েন্ট হল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬৯৯ ইউরো (আনুমানিক ৬০,৭০০ টাকা) ও ৭৪৯ ইউরো (আনুমানিক ৬৫,০০০ টাকা)। মনে করা হচ্ছে ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার সময় ফোনটি প্রায় এই দামেই পাওয়া যাবে। তিনটি রঙের বিকল্পে আসতে পারে শাওমি ১১টি প্রো।

ভারতে শাওমি ১১টি প্রো -এর স্পেসিফিকেশন (Xiaomi 11T Pro Specifications)

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার সুবাদে শাওমি ১১টি প্রো এর স্পেসিফিকেশন নিয়ে আমরা ওয়াকিবহাল। এই ফোনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চির ১০ বিট ফ্ল্যাট AMOLED ট্রু কালার ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। শাওমি ১১টি প্রো ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য এই Xiaomi 11T Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ও একটি টেলি ম্যাক্রো শুটার। ফোনের সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 11T Pro ফোনে ১২০ ওয়াট শাওমি হাইপারচার্জ ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশনে পাওয়া যাবে ৫জি, ওয়াইফাই ৬, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার ও ইউএসবি টাইপ-সি পোর্ট। এই ফোনের ফিঙ্গার প্রিন্ট সেন্সরটি পাওয়ার বাটনে এম্বেড করা হয়েছে।