প্রতীক্ষার অবসান! Xiaomi 12, Xiaomi 12X, ও Xiaomi 12 Pro লঞ্চ হবে 28 ডিসেম্বর
চলতি মাসের শেষলগ্নে ফ্ল্যাগশিপ Xiaomi 12 সিরিজের ঘোষণা হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। কিছু রিপোর্টে এও দাবি করা হয়েছে যে,...চলতি মাসের শেষলগ্নে ফ্ল্যাগশিপ Xiaomi 12 সিরিজের ঘোষণা হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। কিছু রিপোর্টে এও দাবি করা হয়েছে যে, ডিসেম্বরের ২৮ তারিখে Xiaomi 12 লাইনআপ লঞ্চ করা হতে পারে। শাওমি এ বিষয়ে এতদিন মুখ না খুললেও, আজ একটি পোস্টার আপলোড করে সে দিকেই ইঙ্গিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা ২৮ ডিসেম্বর Xiaomi 12 সিরিজের জন্য একটি লঞ্চ ইভেন্ট হোস্ট করবে।
শাওমির প্রকাশ করা পোস্টার এক জনপ্রিয় চীনা ক্রীড়াবিদকে Xiaomi 12 এর প্রচার করতে দেখা গিয়েছে। Xiaomi 12 সিরিজের কতগুলি ফোন ২৮ ডিসেম্বর আত্মপ্রকাশ করবে, তা ওই পোস্টারে উল্লেখ করা হয়নি। যদিও শাওমির কর্তাদের ওয়েইবো (টুইটারের মতো মাইক্রোব্লগিং সাইট) হ্যান্ডেলগুলি থেকে আভাস পাওয়া গিয়েছে যে, সে দিন সংস্থাটি Xiaomi 12 সিরিজের অন্তত তিনটি মডেল লঞ্চের ঘোষণা করবে।
শাওমির প্রতিষ্ঠাতা ও চিফ এগজিকিউটিভ অফিসার লেই জুন, শাওমির জেনারেল ম্যানেজার ওয়াং টেং থমাস, এবং শাওমি গ্রুপের প্রেসিডেন্ট লু ওয়েবিং ওয়েইবোতে পোস্ট লেখার জন্য Xiaomi 12, Xiaomi 12X, ও Xiaomi 12 Pro স্মার্টফোন ব্যবহার করেছেন। এগুলি 2201123C, 2112123AC, ও 2201122C মডেল নম্বর-সহ চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 12, Xiaomi 12X, ও Xiaomi 12 Pro ইতিমধ্যেই চীনের 3C ও TENAA কর্তৃপক্ষের ছাড়পত্র লাভ করেছে। Xiaomi 12 ও Xiaomi 12X মডেলে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলেও, সবচেয়ে অ্যাডভান্সড Xiaomi 12 Pro ফোন ১২০ ওয়াট র্যাপিড চার্জিং সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে।
Xiaomi 12 ও 12 Pro-এ Snapdragon 8 Gen 1 প্রসেসর দেওয়া হবে বলেই খবর। অন্য দিকে, জল্পনা রয়েছে যে, Xiaomi 12X মডেলে Snapdraon 870 চিপসেট ব্যবসার করা হবে। উল্লেখ্য, Snapdragon 8 Gen 1 চালিত Xiaomi 12 Ultra জানুয়ারি-মার্চের মধ্যে বাজারে আসতে পারে। এছাড়া, Xiaomi 12 সিরিজের প্রতিটি ফোনে Android 12 ও MIUI 13 প্রি-ইন্সটলড থাকবে।