Xiaomi 12 Lite 5G শীঘ্রই এশিয়া ও ইউরোপের বাজারে লঞ্চ হচ্ছে, দেখে নিন বিশেষত্ব
Xiaomi সম্প্রতি তাদের বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে, যেগুলি হল Xiaomi 12, Xiaomi 12X ও...Xiaomi সম্প্রতি তাদের বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে, যেগুলি হল Xiaomi 12, Xiaomi 12X ও Xiaomi 12 Pro 5G। পাশাপাশি শোনা যাচ্ছে এই সিরিজের অধীনে Xiaomi 12 Ultra নামেও একটি ফোন আসবে। এই ফোনটিও প্রিমিয়াম রেঞ্জে আসবে। তবে এছাড়াও এই সিরিজের অধীনে একটি মিড রেঞ্জ ফোন আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে, যার নাম Xiaomi 12 Lite 5G। Xiaomiui এর রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি শীঘ্রই ইউরোপ ও এশিয়ার বাজারে পা রাখবে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ইতিমধ্যেই ইউরোপ ও এশিয়ার বাজারে লঞ্চের জন্য Xiaomi 12 Lite 5G ফোনটির ইন্টারনাল টেস্টিং শুরু হয়েছে। এই ডিভাইসের সফটওয়্যার ভার্সন - V13.0.7.SLIMIXM ও V13.0.0.24.SLIEUXM। উল্লেখ্য, এর আগেও জানা গিয়েছিল, Xiaomi 12 Lite 5G নামে একটি ফোন লঞ্চ হবে, যার মডেল নম্বর L9 ও কোডনেম 'taoyao।'
Xiaomi 12 Lite 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
শাওমি ১২ লাইট ৫জি ফোনে থাকতে পারে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই স্ক্রিন ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও অলওয়েজ অন ডিসপ্লে ফিচার অফার করবে।
এছাড়া শাওমি ১১ লাইট ৫জি ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। ফোনটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। ফটোগ্রাফির জন্য ডিভাইসটির পিছনে ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 প্রাইমারি সেন্সর, আল্ট্রা-ওয়াইড লেন্স ও ম্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১২ বেসড এমএআইইউআই ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।