স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আসছে Xiaomi 12 Lite, থাকবে 5G সাপোর্ট সহ 64 মেগাপিক্সেল ক্যামেরা
গত বছর ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়ার পর সম্প্রতি গ্লোবাল মার্কেটেও উন্মোচিত হয়েছে Xiaomi 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি।...গত বছর ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়ার পর সম্প্রতি গ্লোবাল মার্কেটেও উন্মোচিত হয়েছে Xiaomi 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। এই লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে Xiaomi 12, Xiaomi 12X এবং Xiaomi 12 Pro- এই তিনটি মডেল। যদিও এই শোনা যাচ্ছে এই সিরিজের চতুর্থ ও সবথেকে প্রিমিয়াম মডেল হিসেবে Xiaomi 12 Ultra শীঘ্রই বাজারে লঞ্চ হবে। আর তারই মধ্যে এখন আবার জল্পনা শুরু হয়েছে যে শাওমি এই লাইনআপের আরও একটি মডেলের ওপর কাজ করছে। আইএমইআই (IMEI) ডেটাবেসের একটি নতুন লিস্টিং ইঙ্গিত করে যে এই মডেলটি Xiaomi 12 Lite নামে বাজারে পা রাখতে পারে।
Xiaomi 12 Lite ফোনটিকে দেখতে পাওয়া গেল IMEI ডেটাবেসে
শাওমি ১২ লাইট মডেলটি শাওমি ১২ সিরিজের প্রস্তাবিত সংযোজনগুলির মধ্যে একটি হবে। এই সিরিজের অংশ হিসেবে আত্মপ্রকাশ করবে এমন আরও কয়েকটি ডিভাইস থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শাওমি ১২ লাইট হ্যান্ডসেটটি বেশ সাশ্রয়ী মূল্যে বাজারে আসতে পারে এবং এটিই সিরিজের সবচেয়ে সস্তা মডেল হবে বলেই অনুমান করা যায়। 2203129G মডেল নম্বর সহ নতুন শাওমি ১২ লাইট ফোনটি আইএমইআই ডেটাবেসে উপস্থিত হয়েছে এবং এর কোডনেম 'টাওয়াও' (taoyao) বা এল৯ (L9)।
প্রসঙ্গত, Xiaomi 12 Lite সম্ভবত সিরিজটির কিছু মৌলিক ফিচারের সাথে আসবে, তবে এই মডেলের দাম কম রাখা হবে বলে কিছু মূল উপাদানের পরিমাণ কমিয়ে দেওয়া হতে পারে। স্পেসিফিকেশন অনুযায়ী, এতে ৬.৫৫ ইঞ্চির কার্ভড OLED প্যানেল থাকবে, যা ১২০ হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট অফার করবে। এতে গুডিক্স দ্বারা চালিত একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া হবে।
পারফরম্যান্সের জন্য, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ চিপসেট দ্বারা চালিত হবে। Xiaomi 12 Lite- এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে। তবে এই লেন্সগুলিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS)- এর সাপোর্ট থাকবে না বলেই জানা যাচ্ছে। Xiaomi 12 Lite অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে বলেই আশা করা হচ্ছে।
উল্লেখ্য, Xiaomi 12 Lite-এর মূল্য বা নির্ধারিত লঞ্চের তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। শাওমি শুধুমাত্র নিশ্চিত করেছে যে, 12 Lite চীনে লঞ্চ করা হবে না, কিন্তু সংস্থা গ্লোবাল লঞ্চের বিষয়েও কিছু জানায়নি। এই ফোনটির সম্পর্কে আগামীদিনে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।