অপেক্ষা শেষ! Xiaomi 12 Lite ও Mi Band 7 বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে ১৩ই জুলাই
Xiaomi খুব শীঘ্রই তাদের লেটেস্ট স্মার্টফোন Xiaomi 12 Lite -কে গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। না, সংস্থার তরফে এই...Xiaomi খুব শীঘ্রই তাদের লেটেস্ট স্মার্টফোন Xiaomi 12 Lite -কে গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। না, সংস্থার তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এক জনপ্রিয় লিকস্টার আলোচ্য ডিভাইসটির লঞ্চের তারিখ অনলাইনে ফাঁস করেছে। একই সাথে, এই হ্যান্ডসেটের পাশাপাশি একটি নয়া Mi স্মার্ট ওয়াচ ওই একই দিনে আত্মপ্রকাশ করবে বলেও তিনি জানিয়েছেন।
লঞ্চ সংক্রান্ত এই খবরটি প্রকাশ্যে নিয়ে এসেছেন টিপস্টার পারাশ গুগলানি (Paras Guglani)। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট শেয়ার করে টিপস্টার দাবি করেছেন যে, আগামী ১৩ই জুলাই শাওমি ১২ লাইট (Xiaomi 12 Lite) স্মার্টফোন এবং এমআই ব্যান্ড ৭ (Mi Band 7) স্মার্টওয়াচকে একত্রে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। এই সকল তথ্যাদির পাশাপাশি টুইটে একটি ছবিও শেয়ার করা হয়েছে। যেখানে লঞ্চ ইভেন্টের সময়কাল উল্লেখ করা হয়েছে। টিপস্টার দাবি করেছেন যে, ভারতীয় সময় অনুযায়ী (IST) দুপুর ১২.৩০টা থেকে ইভেন্টটি শুরু হবে।
প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, চীনের বাজারে ইতিমধ্যেই Mi Band 7 স্মার্টওয়াচকে ২৭৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৩,২৯০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছে। ফিচার হিসাবে আলোচ্য স্মার্টওয়াচের চীনা ভ্যারিয়েন্টে, একটি ১.৬২ ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল এবং ২৩৫এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে৷ এছাড়া, NFC, ইন-বিল্ড জিপিএস, ১০০টিরও বেশি স্পোর্টস মোড, একাধিক ওয়াচ ফেসের মতো ফিচার বিদ্যমান আছে। আর এটি 5ATM ওয়াটার-রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।
অন্যদিকে, কিছু দিন আগেই শাওমির তরফ থেকে আজারবাইজানে Xiaomi 12 Lite স্মার্টফোনকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ করা হয়েছে। এতে ১২০ রিফ্রেশ রেটের একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে দেওয়া হবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ আসবে। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। এটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অফার করবে। ফটোগ্রাফির জন্য, Xiaomi 12 সিরিজের এই 'লাইট' মডেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12 Lite -এ ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও হ্যান্ডসেটটির রিটেইল বক্সে ৬৭ ওয়াটের চার্জার অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।