Xiaomi 12 Lite, Poco F4 5G এই নজরকাড়া কালারের সাথে লঞ্চ হচ্ছে, ফাঁস হল স্টোরেজ কনফিগারেশনও
এন্ট্রি লেভেল ও বাজেট রেঞ্জের স্মার্টফোন বাজারে আনার জন্য সুপরিচিত ব্র্যান্ড পোকো এবার তাদের F-সিরিজের অধীনে Poco F4 5G...এন্ট্রি লেভেল ও বাজেট রেঞ্জের স্মার্টফোন বাজারে আনার জন্য সুপরিচিত ব্র্যান্ড পোকো এবার তাদের F-সিরিজের অধীনে Poco F4 5G ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি ভারত এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যেই এক জনপ্রিয় টিপস্টার এই ডিভাইসটির লাইভ ইমেজগুলি ফাঁস করেছেন। এমনকি সম্প্রতি সংস্থার তরফেও নিশ্চিত করা হয়েছে যে, এই ডিভাইসটি Qualcomm Snapdragon 870 প্রসেসর দ্বারা চালিত হবে। আর এখন আরেক পরিচিত টিপস্টার Poco F4 5G- এর কনফিগারেশন এবং কালার ভ্যারিয়েন্টগুলি প্রকাশ করেছেন। এর পাশাপাশি তিনি আসন্ন Xiaomi 12 Lite 5G-এর কনফিগারেশন এবং কালার অপশনগুলিও সামনে এনেছেন।
প্রকাশ্যে এল Poco F4 5G-এর মেমরি কনফিগারেশন ও কালার ভ্যারিয়েন্ট
টিপস্টার স্নুপিটেক (SnoopyTech) টুইটারে দাবি করেছেন যে, পোকো এফ৪ ৫জি দুটি কনফিগারেশনে উপলব্ধ হবে: ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই নতুন পোকো ফোনটি ব্ল্যাক, সিলভার এবং গ্রীন- এই তিন আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে।
জানিয়ে রাখি, Poco F4 5G মডেলটি চীনের বাজারে লঞ্চ হওয়া Redmi K40S-এর একটি টুইকড সংস্করণ হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। তাই এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে, যার সাথে এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত থাকবে।
ফটোগ্রাফির জন্য, Poco F4 5G-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা ইউনিটের মধ্যে ১০৮ মেগাপিক্সেল বা ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে। আবার ফোনের সামনে সেলফি ও ভিডিও কলের জন্য, ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F4 5G ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।
ফাঁস হল Xiaomi 12 Lite 5G-এর স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং রঙের বিকল্প
টিপস্টার আরও প্রকাশ করেছেন যে, শাওমি ১২ লাইট ৫জি একটি একক মেমরি কনফিগারেশনে আসবে - ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই হ্যান্ডসেটটি ব্ল্যাক, পিঙ্ক এবং গ্রীন- এই তিনটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে।
প্রসঙ্গত, এর আগে বেশ কিছু রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, Xiaomi 12 Lite 5G-এ ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট দ্বারা চালিত হবে।
ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ১০৮ মেগাপিক্সেল বা ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, 12 Lite 5G-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।