Xiaomi 12 Lite আসছে মিড রেঞ্জ Snapdragon 778G প্রসেসরের সাথে, দেখা গেল Geekbench-এ
গত বছর ডিসেম্বরের শেষে স্মার্টফোন সংস্থা শাওমি চীনের বাজারে আকর্ষণীয় ডিজাইন ও দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ করে Xiaomi...গত বছর ডিসেম্বরের শেষে স্মার্টফোন সংস্থা শাওমি চীনের বাজারে আকর্ষণীয় ডিজাইন ও দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ করে Xiaomi 12 সিরিজের তিনটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এগুলি হল, Xiaomi 12, 12X এবং 12 Pro। তবে বর্তমানে সংস্থাটি এই সিরিজের অধীনে আরও দুটি নতুন মডেল বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে, যেগুলি Xiaomi 12 Lite এবং Xiaomi 12 Ultra নামে আত্মপ্রকাশ করবে জানা গেছে। আর এবার এগুলির মধ্যে 'Lite' সংস্করণটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এবং এই সাইটের তালিকাটি এই আপকামিং ফোনটির বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক আসন্ন Xiaomi 12 Lite-এর সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল।
Xiaomi 12 Lite- কে দেখা গেল Geekbench- এর সাইটে
2203129G মডেল নম্বর সহ শাওমি ১২ লাইট মডেলটি গিকবেঞ্চ ৫ (Geekbench 5)- এর ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৭৮৮ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২,৮৬৪ পয়েন্ট অর্জন করেছে।
লিস্টিং অনুযায়ী, এই আসন্ন শাওমি ফোনে একটি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে, যার কোডনেম 'টাওয়াও' (Taoyao) এবং এর বেস ফ্রিকোয়েন্সি ১.৮০ গিগাহার্টজ। আবার ফোনটির সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হবে ২.৪০ গিগাহার্টজ। এই চিপসেটের সাথে গ্রাফিক্সের জন্য যুক্ত থাকবে অ্যাড্রেনো ৬৪২এল (Adreno 642L) জিপিইউ। এর থেকে অনুমান করা হচ্ছে, এই চিপসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি হবে। ফোনটি ৮ জিবি র্যামের সাথে আসবে। আসন্ন শাওমি ১২ লাইট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও, সম্প্রতি Xiaomi 12 Lite-এর কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। এই স্মার্টফোনটি ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫৫ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে বলে মনে করা হচ্ছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং অলওয়েজ-অন-ডিসপ্লে সাপোর্ট থাকবে বলেও জানা গেছে। সম্ভবত এই হ্যান্ডসেটটি ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম সহ আসবে।
উল্লেখ্য, স্পেসিফিকেশনের দিক থেকে Xiaomi 12 Lite-এর সাথে চীন-এক্সক্লুসিভ Xiaomi CIVI মডেলটির বেশ কিছু সাদৃশ্য দেখা যেতে পারে। Xiaomi 12 সিরিজের এই 'Lite' ভার্সনটি শীঘ্রই নির্বাচিত বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই ফোনটি ইউরোপ এবং এশিয়ার কিছু অঞ্চলে লঞ্চ করা হবে৷