Xiaomi 12, Xiaomi 12X এবং Xioami 12 Pro কবে বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে, জানা গেল পোস্টার থেকে

গত ডিসেম্বরে চীনের বাজারে আত্মপ্রকাশ করেছে Xiaomi 12 স্মার্টফোন সিরিজটি। এই লাইনআপে অন্তর্ভুক্ত Xiaomi 12, Xiaomi 12X এবং Xioami 12 Pro স্মার্টফোনগুলি চীনের ক্রেতাদের মধ্যে…

গত ডিসেম্বরে চীনের বাজারে আত্মপ্রকাশ করেছে Xiaomi 12 স্মার্টফোন সিরিজটি। এই লাইনআপে অন্তর্ভুক্ত Xiaomi 12, Xiaomi 12X এবং Xioami 12 Pro স্মার্টফোনগুলি চীনের ক্রেতাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। জল্পনা চলছে গ্লোবাল মার্কেটেও এই স্মার্টফোন সিরিজটি শীঘ্রই লঞ্চ হবে। যদিও সংস্থার তরফে এখনও Xiaomi 12 সিরিজের গ্লোবাল লঞ্চের জন্য নির্ধারিত তারিখটি প্রকাশ করা হয়নি। তবে এবার একটি নতুন রিপোর্টে শাওমির এই ফ্ল্যাগশিপ সিরিজটির একটি অফিসিয়াল লুকিং পোস্টার সামনে আনা হয়েছে। আর এই পোস্টারেই আপকামিং লাইনআপের লঞ্চের তারিখটি উল্লেখ করা হয়েছে। জানা গেছে আগামী ১৫ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে Xiaomi 12 সিরিজের ডিভাইসগুলোর ওপর থেকে পর্দা সরানো হবে।

Xiaomi 12 গ্লোবাল মার্কেটে আসছে মার্চেই

অ্যান্ড্রয়েড প্ল্যানেট (Android Planet)- এর একটি নতুন রিপোর্টে শাওমি ১২ সিরিজের একটি অফিসিয়াল লুকিং পোস্টার প্রকাশ করা হয়েছে। এই পোস্টারে সিরিজটির লঞ্চ সম্পর্কিত তথ্যগুলি জনসমক্ষে এসেছে। পোস্টার অনুযায়ী, চীনের বাইরের বাজারগুলিতে আগামী ১৫ মার্চ শাওমি ১২ সিরিজের লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। পোস্টারে বলা হয়েছে নির্ধারিত দিন সন্ধ্যা ৮ জিএমটি+৮ (ভারতে রাত ১.৩০টা) সময়ে এই লঞ্চ ইভেন্টটির সূচনা হবে। এমনকি পোস্টারে গ্লোবাল লঞ্চের জন্য: “মাস্টার এভরি সিন” ট্যাগলাইনটিও দেখতে পাওয়া যাচ্ছে। যদিও শাওমি ১২, শাওমি ১২ প্রো, এবং শাওমি ১২এক্স মডেলগুলির গ্লোবাল লঞ্চ সম্পর্কে শাওমির তরফ থেকে এখনও কোনও নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।

জানিয়ে রাখি, শাওমি গতবছর ডিসেম্বরের শেষ সপ্তাহে Xiaomi 12, Xiaomi 12 Pro, এবং Xiaomi 12X হ্যান্ডসেটগুলি লঞ্চ করে। চীনের বাজারে লঞ্চের সময় Xiaomi 12-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয় ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৪০০ টাকা) এবং Xiaomi 12 Pro-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,১০০ টাকা)। আবার Xiaomi 12X ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৫০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, Xiaomi 12 সিরিজের হ্যান্ডসেটগুলিতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত একটি পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন রয়েছে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা, একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫জি কানেক্টিভিটি এই স্মার্টফোনগুলির প্রধান হাইলাইট। এছাড়া, Xiaomi 12 এবং Xiaomi 12 Pro ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দেওয়া হয়েছে, তবে Xiaomi 12X মডেলটিতে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার Xiaomi 12 এবং Xiaomi 12X- এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, তবে Xiaomi 12 Pro-এ একটি ৪,৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।