Xiaomi 12 Pro কেনা যাবে ২০ হাজার টাকা ডিসকাউন্টে, শুরু হচ্ছে Special Fan Sale

চীন ও গ্লোবাল মার্কেটের পর স্মার্টফোন সংস্থা শাওমি এপ্রিলের শুরুতে ভারতের বাজারেও তাদের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন,...
techgup 30 April 2022 11:45 PM IST

চীন ও গ্লোবাল মার্কেটের পর স্মার্টফোন সংস্থা শাওমি এপ্রিলের শুরুতে ভারতের বাজারেও তাদের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন, Xiaomi 12 Pro হ্যান্ডসেটটি উন্মোচন করেছে। Xiaomi 12 সিরিজে অন্তর্ভুক্ত এই স্মার্টফোনটি প্রত্যাশামতোই প্রিমিয়াম গ্রেডের হার্ডওয়্যারের সাথে এসেছে। এই হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 8 Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত। এছাড়াও এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। ভারতে Xiaomi 12 Pro-এর সেল ২ মে থেকে শুরু হবে৷ তবে এখন সংস্থাটি তাদের ফ্যানদের জন্য একটি বিশেষ সেলেথ ঘোষণা করেছে। যেখানে আগ্রহী ক্রেতারা সংস্থার এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে বিশাল ছাড়ে লেটেস্ট শাওমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কিনতে পারবেন৷

শুরু হচ্ছে Special Xiaomi Fan Sale: পুরনো ফোন এক্সচেঞ্জে পাওয়া যাবে বিরাট ছাড়

ভারতে শাওমি এবং রেডমি গ্রাহকদের জন্য একটি বিশেষ সেলের আয়োজন করছে সংস্থা। শাওমি ১২ প্রো কেনার সময় গ্রাহকরা ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। শাওমি/রেডমি নোট সিরিজের স্মার্টফোন এক্সচেঞ্জের মাধ্যমে এই অফারটির পেতে পারেন ক্রেতারা।

প্রসঙ্গত, শাওমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত এক্সচেঞ্জ মূল্যগুলি তালিকাভুক্ত করেছে। যে সমস্ত গ্রাহকরা বর্তমানে শাওমির এমআই ১০, এমআই ১০টি, এমআই ১০আই, এমআই ১১এক্স, এমআই ১১এক্স প্রো, এমআই ১১ আল্ট্রা ইত্যাদি স্মার্টফোনগুলি ব্যবহার করছেন, তারা শাওমি ১২ প্রো কেনার সময় কার্ড অফার ও অন্যান্য ডিসকাউন্টগুলি ছাড়াও অতিরিক্ত ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট লাভ করতে পারবেন। যেমন রেডমি নোট ১০ প্রো ম্যাক্স ব্যবহারকারীরা শাওমি ১২ প্রো কিনলে ১৮,৯৯৯ টাকা এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন।

ভারতে শাওমি ১২ প্রো-এর দাম (Xiaomi 12 Pro Price in India)

শাওমি ১২ প্রো দুটি স্টোরেজ বিকল্পে লঞ্চ করা হয়েছে। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ৬২,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ৬৬,৯৯৯ টাকা। এই ডিভাইসটি কুচার ব্লু, নয়ার ব্ল্যাক এবং অপেরা মোভ- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের পাশাপাশি, যারা আইসিআইসিআই (ICICI) ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তারা ফোনটির দামের ওপর ৬,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন।

শাওমি ১২ প্রো-এর স্পেসিফিকেশন (Xiaomi 12 Pro Specifications)

শাওমি ১২ প্রো-এর সামনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৩ ইঞ্চির ২কে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এই পাঞ্চ-হোল ডিসপ্লেটি ১,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। শাওমি ১২ প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এর সাথে এসেছে। এতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যায়। এই ফ্ল্যাগশিপ শাওমি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Xiaomi 12 Pro- এর রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৭ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷ সেলফির জন্য এই ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12 Pro- এ ব্যবহার করা হয়েছে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story