Xiaomi 12 Pro এবার ভারতে এন্ট্রি নিচ্ছে, কবে লঞ্চ হবে জেনে নিন
এই মাসের শুরুতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে Xiaomi 12 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি ফোন এসেছে - Xiaomi 12, Xiaomi 12...এই মাসের শুরুতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে Xiaomi 12 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি ফোন এসেছে - Xiaomi 12, Xiaomi 12 Pro, ও Xiaomi 12X। এদিকে গ্লোবাল মার্কেটের পর ফোনগুলি ভারতে আসবে বলে জল্পনা ছিল। যদিও শাওমির তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে টিপস্টার, ঈশান আগারওয়াল সম্প্রতি জানিয়েছেন, এই সিরিজের Xiaomi 12 Pro ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে।
আজ টিপস্টার দাবি করেছেন, সিরিজের প্রো মডেলটি আগামী মাসে অর্থাৎ এপ্রিলে ভারতে পা রাখবে। ঈশান কেবল প্রো মডেলের কথা বলেছে, ফলে সিরিজের অন্য মডেলগুলি লঞ্চ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা আছে। যদিও এর আগে বলা হচ্ছিল, Xiaomi 12X ফোনটি শুরুতে ভারতে আসবে। এরপর Xiaomi 12 Pro লঞ্চ হবে।
Xiaomi 12 Pro এর স্পেসিফিকেশন
শাওমি ১২ প্রো ফোনে আছে ৬.৭৩ ইঞ্চির ২কে প্লাস ই৫ ডব্লিউএইচডিপ্লাস+ (৩,২০০×১,৪৪০ পিক্সেল) এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট এবং ১,৫০০ নিটস ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সুরক্ষা।
শাওমি ১২ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ হিসেবে এসেছে। সফটওয়্যার হিসেবে এতে আছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন।
ফটোগ্রাফির জন্য Xiaomi 12 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৭০৭ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আবার এতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারির কথা বললে, এই ফোনে পাওয়া যাবে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি,যা ১২০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়া Xiaomi 12 Pro ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এনএফসি, হারমন কারডন সহ ফোর-ইউনিট স্পিকার।