পুরো ১০ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Xiaomi 12 Pro, কোথায় পাবেন দেখে নিন

হাই এন্ড ফিচার থাকার কারণে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি, অন্যান্য সেগমেন্টের স্মার্টফোনের তুলনায় অনেকটা বেশি ব্যয়বহুল হয়। ফলে...
SUPARNA 8 Jun 2022 1:09 PM IST

হাই এন্ড ফিচার থাকার কারণে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি, অন্যান্য সেগমেন্টের স্মার্টফোনের তুলনায় অনেকটা বেশি ব্যয়বহুল হয়। ফলে অনেকেই পকেটের কথা ভেবে পছন্দসই একটি ফোন কিনতে পারে না। যদিও আজ আমরা যেই ডিলের সম্পর্কে আপনাদের জানাবো, তার ফায়দা তুলতে পারলে আপনারা তুলনায় অনেক কম দামে একটি নতুন ফ্ল্যাগশিপ মোবাইল পকেটস্থ করে নিতে পারবেন। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি, Xiaomi 12 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রসঙ্গে। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon বর্তমানে এই মডেলটির সাথে ফ্লাট ১০,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে। যারপর ফোনটিকে ৫৩,০০০ টাকারও কম দামে কিনে নেওয়া যাবে।

Amazon-এ Xiaomi 12 Pro স্মার্টফোনের সাথে উপলব্ধ অফারের বিশদ

গত ২৭ এপ্রিল ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল শাওমি ১২ প্রো। উক্ত স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টকে তৎকালীন সময়ে ৬২,৯৯৯ টাকায় নিয়ে আসা হয়েছিল। তবে, এখন অ্যামাজন প্রদত্ত অফারের দরুন শাওমির এই হ্যান্ডসেটকে মাত্র ৫২,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। অর্থাৎ, দামের উপর পুরো ১০,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার মধ্যে ৬,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ৪,০০০ টাকার ডিসকাউন্ট কুপন সামিল আছে। এক্ষেত্রে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের ৬,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করা হবে। আর, ৪,০০০ টাকার ছাড় হস্তগত করার জন্য ক্রেতাদের, অ্যামাজনে ফোন লিস্টিং পেজে থাকা 'কুপন' চেক বক্সে ট্যাপ বা ক্লিক করতে হবে। সুতরাং, যেসকল ক্রেতা উল্লেখিত দুটি অফারের লাভ ওঠাতে পারবেন, তারা নূন্যতম ৫২,৯৯৯ টাকা খরচ করে শাওমি ১২ প্রো স্মার্টফোনটি কিনে নিতে সক্ষম হবেন।

প্রসঙ্গত, শাওমি ১২ সিরিজের এই স্মার্টফোনটিকে, ভারতের বাজারে বিদ্যমান Samsung Galaxy S22 এর প্রতিযোগী ডিভাইস হিসেবে উপস্থিত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যার দরুন ফোনটি একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশনের সাথে এসেছে।

Xiaomi 12 Pro এর স্পেসিফিকেশন

শাওমি ১২ প্রো ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ একটি ৬.৭৩ ইঞ্চির WQHD+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং ই৫ অ্যামোলেড এলটিপিও পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লে, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। ফাস্ট-পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য শাওমির এই হ্যান্ডসেটটি, অ্যাড্রনো ৭৩০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Xiaomi 12 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX707 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

তদুপরি, সিকিউরিটি ফিচার হিসাবে শাওমির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট শাওমি হাইপার চার্জ ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট টার্বো ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Xiaomi 12 Pro স্মার্টফোনের ওজন ২০৫ গ্রাম।

Show Full Article
Next Story