সুখবর, Xiaomi 12 সিরিজ এবার ভারত সহ গ্লোবাল মার্কেটে আসছে, দেখে নিন ফিচার

চীনে গত ২৮ ডিসেম্বর লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত Xiaomi 12 সিরিজটি। এই সিরিজের অধীনে Xiaomi 12, Xiaomi 12X ও Xiaomi 12 Pro...
techgup 4 Jan 2022 12:48 PM IST

চীনে গত ২৮ ডিসেম্বর লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত Xiaomi 12 সিরিজটি। এই সিরিজের অধীনে Xiaomi 12, Xiaomi 12X ও Xiaomi 12 Pro স্মার্টফোন তিনটি বাজারে পা রেখেছে। চীনে শাওমি স্মার্টফোন ফ্যানদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে এই ফ্ল্যাগশিপ সিরিজটি। এমনকি ভারত সহ অন্যান্য মার্কেটের ক্রেতারাও এই সিরিজের জন্য অপেক্ষা করে আছে। সেইসব ক্রেতাদের জন্য সুখবর দিয়ে জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন, গ্লোবাল মার্কেটে ২০২২-এর ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতেই শাওমি তাদের এই প্রিমিয়াম গ্রেডের ফোনগুলি হাজির করবে, আর প্রায় একই সময়ে ভারতের বাজারেও পা রাখতে পারে ফোনগুলি।

Xiaomi 12 সিরিজ গ্লোবাল মার্কেট ও ভারতে পা রাখতে পারে এবছর প্রথম ত্রৈমাসিকেই

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, চীনা সংস্থাটি ২০২২-এর ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুর দিকে বিশ্বব্যাপী শাওমি ১২, শাওমি ১২ প্রো ও শাওমি ১২এক্স - এই তিনটি প্রিমিয়াম গ্রেডের স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে৷ তিনি আরও বলেছেন, শাওমি ১২ সিরিজটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে সম্ভবত একই সময়ে বা এর কিছু পরেই ভারতে লঞ্চ হবে। তবে টিপস্টার নির্দিষ্ট কোনো লঞ্চের তারিখ জানাতে পারেননি।

প্রসঙ্গত, সদ্য চীনে লঞ্চ হওয়া Xiaomi 12 এবং 12X ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.২৮ ইঞ্চির ফুলএইচডি+ AMOLED ডিসপ্লে। অন্যদিকে, প্রো ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে অপেক্ষাকৃত বড় ৬.৭৩ ইঞ্চির ২কে (2K) AMOLED। এই ডিসপ্লেটিরও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আবার পারফরম্যান্সের জন্য যেখানে বেস ও প্রো মডেলে রয়েছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১, সেখানে Xiaomi 12X ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরটি।

এছাড়াও, Xiaomi 12 Pro স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি। আবার অন্যদিকে, Xiaomi 12 এবং Xiaomi 12X ফোন দুটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এম এ এইচ ব্যাটারি। সম্প্রতি জানা গেছে, এই সিরিজের অধীনে সংস্থাটি একটি আল্ট্রা ভার্সনের ওপর কাজ করছে, যেটি ফেব্রুয়ারিতে কোনো এক সময় আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। সুতরাং, Xiaomi 12 Ultra স্মার্টফোনটির লঞ্চ ইভেন্টে গ্লোবাল মার্কেটে বাকি তিনটি ফোনের উন্মোচনের সময়সূচি প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও, সংস্থার তরফে এ বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি, তাই এই তথ্যের সত্যতা কতটা তা জানার জন্য অপেক্ষা করাই বাঞ্ছনীয়।

Show Full Article
Next Story
Share it