অবিশ্বাস্য! 5 মিনিটেই 2100 কোটি টাকার Xiaomi 12 সিরিজের ফোন বিক্রি হল

শাওমি ক'দিন আগেই তাদের Xiaomi 12 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন চীনে লঞ্চ করেছে৷ বাজারে শাওমি'র নতুন ফোন মানেই আগ্রহ...
SHUVRO 1 Jan 2022 2:30 PM IST

শাওমি ক'দিন আগেই তাদের Xiaomi 12 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন চীনে লঞ্চ করেছে৷ বাজারে শাওমি'র নতুন ফোন মানেই আগ্রহ তুঙ্গে থাকা স্বাভাবিক৷ ক্রেতারা যে অধীর আগ্রহে Xiaomi 12 সিরিজের ফোনগুলির জন্য অপেক্ষা করছিলেন, তার প্রমাণ প্রথম সেলেই পাওয়া গেল৷ অফলাইন বিপণির পাশাপাশি বিভিন্ন ই-কমার্স সাইটে মোট ১.৮ বিলিয়ন ইউয়ান মূল্যের (২৮৩ মিলিয়ন ডলার বা প্রায় ২১০৮ কোটি ) Xiaomi 12 সিরিজের ফোন বিক্রি হয়েছে৷ সময় কতক্ষণ লেগেছে শুনলে চমকে উঠবেন৷ মাত্র পাঁচ মিনিট!

গিজমোচীনা তাদের রিপোর্টে এই দাবি করেছে৷ তাদের মতে, শাওমি এ বছর প্রিমিয়াম হ্যান্ডসেটের জন্য একটি নতুন কৌশল অবলম্বন করেছে৷ এবং কয়েক বছরের মধ্যে এই প্রথম একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বিক্রি করার পথে হেঁটেছে৷ উল্লেখ্য, সেই কমপ্যাক্ট Xiaomi 12-এর পাশাপাশি একটি Pro ভ্যারিয়েন্ট ও এবং আরও বাজেট-ফ্রেন্ডলি Xiaomi 12X লঞ্চ করেছে শাওমি৷

Xiaomi 12 সিরিজের Xiaomi 12X, 12, 12 Pro, ও -এর দাম রাখা হয়েছে যথাক্রমে ৩,১৯৯ ইউয়ান,৩,৬৯৯ ইউয়ান, এবং ৪,৬৯৯ ইউয়ান৷ ভারতীয় মুদ্রায় যা যথাক্রমে ৩৭,৫০৩ টাকা, ৪৩,৩৬৫ টাকা, ও ৫৫,০৮৯ টাকার সমান৷ প্রতিটি ফোনেই রয়েছে দ্রুত চার্জিং স্পিড, দুর্দান্ত ক্যামেরা সেটআপ, এবং উন্নত ডিসপ্লে৷

প্রসঙ্গত, Xiaomi 12 সিরিজের 12X ভ্যারিয়েন্টটি ভারতে লঞ্চ হবে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে৷ যে টুকু খবর, এটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে এখানে পাওয়া যাবে৷ এছাড়া ডিভাইসটি বেগুনি, নীল এবং ধূসর রঙের বিকল্পে উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে৷

Show Full Article
Next Story