Xiaomi 12, Xiaomi 12 Pro আসছে Snapdragon 898 প্রসেসরের সাথে, দেখা গেল EEC সার্টিফিকেশন সাইটে

Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ, Xiaomi 12 চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে লঞ্চ করবে। অনুমান করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসরের সাথে আসা…

Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ, Xiaomi 12 চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে লঞ্চ করবে। অনুমান করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসরের সাথে আসা প্রথম স্মার্টফোন সিরিজ হবে এটি। উল্লেখ্য কোয়ালকমের এই প্রসেসরটি আগামী ৩০ নভেম্বর বাজারে আসতে পারে। এদিকে প্রতিবারের মতো Xiaomi 12 সিরিজ এবারও চীনে প্রথমে আত্মপ্রকাশ করবে। যদিও গ্লোবাল মার্কেটেও ফোনগুলি দ্রুত আসবে। কারণ Xiaomi 12 ও Xiaomi 12 Pro কে আজ EEC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

Xiaomi 12 ও Xiaomi 12 Pro পেল EEC সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র

ইইসি সার্টিফিকেশন সাইট অনুযায়ী, শাওমি ১২ ও শাওমি ১২ প্রো ফোনের গ্লোবাল ভার্সনের মডেল নম্বর – 2201122G ও 2201123G। আশা করা যায় ফোনগুলি দ্রুত লঞ্চ হবে। উল্লেখ্য, শাওমি ১২ ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র লাভ করেছে। ফলে গ্লোবাল মার্কেটের পাশাপাশি ফোনটি ভারতেও আসবে।

শাওমি ১২ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 12 expected Specifications)

বিভিন্ন রিপোর্ট মারফত জানা গেছে, শাওমি ১২ পাঞ্চ হোল এলটিপিও ডিসপ্লে সহ আসতে পারে, যা অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এই ডিসপ্লের রেজোলিউশন হতে পারে 2K। ফোনটি কোয়ালকমের আসন্ন ৪ ন্যানোমিটারের চিপসেট, স্ন্যাপড্রাগন ৮৯৮ দ্বারা চালিত হতে পারে। এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।

আবার ১২০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে শাওমি ১২। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো লেন্স।