Xiaomi 12S, MIX Fold 2 পেয়ে গেল 3C এর ছাড়পত্র, আসছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ

শাওমি বর্তমানে তাদের ব্র্যান্ডের একাধিক হ্যান্ডসেট বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তারমধ্যে Xiaomi 12S সিরিজ, Xiaomi...
Ananya Sarkar 3 Jun 2022 2:54 PM IST

শাওমি বর্তমানে তাদের ব্র্যান্ডের একাধিক হ্যান্ডসেট বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তারমধ্যে Xiaomi 12S সিরিজ, Xiaomi 12 Ultra, Xiaomi CIVI 2 এবং Xiaomi MIX Fold 2 হ্যান্ডসেটগুলি হোম মার্কেট চীনে আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে Xiaomi 12S Pro-এর MediaTek Dimensity 9000 চিপসেট ভ্যারিয়েন্টটিকে চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে স্পট করা গিয়েছিল। আর এখন, Xiaomi 12S এবং MIX Fold 2 নামে দুটি নতুন ডিভাইসও 3C সার্টিফিকেশন লাভ করছে। চলুন এই আসন্ন শাওমি হ্যান্ডসেটগুলি সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Xiaomi- এর দুটি নতুন হ্যান্ডসেট পেল 3C-এর অনুমোদন

সম্প্রতি দুটি শাওমি ডিভাইস চায়না কম্পালসরি সার্টিফিকেশন (3C)-এর ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। জল্পনা চলছে যে, 2206123SC মডেল নম্বর সহ ডিভাইসটি শাওমি ১২এস হিসাবে আত্মপ্রকাশ করবে, আর 22061218C মডেল নম্বর সহ অন্য ডিভাইসটি শাওমি মিক্স ফোল্ড ২ নামে বাজারে পা রাখবে। সার্টিফিকেশন সাইটের তালিকায় উভয় শাওমি ফোনকেই MDY-12-EF চার্জারের সাথে দেখা গেছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ যদিও 3C সার্টিফিকেশন থেকে উভয় হ্যান্ডসেটের স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনও তথ্য সামনে আসেনি, তবে এটি ইঙ্গিত করছে যে, শাওমি ১২এস এবং শাওমি মিক্স ফোল্ড ২ আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনে লঞ্চ হতে পারে।

প্রসঙ্গত, Xiaomi 12S Pro কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আর ডাইমেনসিটি ৯০০০ বিকল্পটিকেই সম্প্রতি 3C সার্টিফিকেশন সাইটে ৬৭ ওয়াট চার্জারের সাথে দেখা গেছে। 12S Pro-এ কার্ভড এজ ডিজাইন সহ ওলেড (OLED) ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লেটি কোয়াড-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। আবার, আসন্ন Xiaomi 12S বেস মডেলটিকে 'Pro' মডেলের ছোট সংস্করণ বলা হচ্ছে, যার ডিসপ্লেটি ফুল-এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করতে পারে এবং এতে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট থাকতে পারে।

অন্যদিকে, 'জিঝান' (Zizhan) কোডনেমযুক্ত Xiaomi MIX Fold-এ ৮.১ ইঞ্চির লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (LTPO) প্রযুক্তি যুক্ত ফোল্ডেবল স্ক্রিন এবং ৬.৫৬ ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ট্রিপল ক্যামেরা ইউনিট, আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা, স্টাইলাস সাপোর্ট এবং একটি বড় ব্যাটারি।

Show Full Article
Next Story
Share it