সেরা গেমিং ডিভাইস হিসেবে iPhone 13 Pro Max কে পিছনে ফেললো Xiaomi 12S Ultra

সাধারণত গেমিং স্মার্টফোনগুলি নন-গেমিং ডিভাইসগুলির চেয়ে বেশি ভালো পারফরম্যান্স অফার করে থাকে। তবে, কিছু ফ্ল্যাগশিপ...
Ananya Sarkar 16 July 2022 12:02 PM IST

সাধারণত গেমিং স্মার্টফোনগুলি নন-গেমিং ডিভাইসগুলির চেয়ে বেশি ভালো পারফরম্যান্স অফার করে থাকে। তবে, কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনও তার শক্তিশালী চিপসেটের জোরে গেমিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদান করতে পারে। চলতি মাসের শুরুতেই শাওমি চীনা বাজারে উন্মোচন করেছে Xiaomi 12S ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। এই সিরিজে অন্তর্ভুক্ত 12S, 12S Pro এবং 12S Ultra মডেলগুলি লঞ্চের পর এর পারফরম্যান্সের মাধ্যমে গ্রাহকদের অবাক করে দিয়েছে। সম্প্রতি একটি স্ক্রিন-অন-টাইম (SoT) এন্ডিওরেন্স টেস্টে Xiaomi 12S Pro এবং 12S Ultra মডেল দুটি বর্তমানে ইন্ডাস্ট্রি-লিডিং Apple iPhone 13 Pro Max-কেও ছাপিয়ে গেছে। আর এবার Xiaomi 12S Ultra এবং iPhone 13 Pro Max-এর মধ্যে একটি গেমিং পরীক্ষা কিছু চোখ-ধাঁধানো ফলাফল প্রকাশ করেছে। ফলাফলে 12S Ultra বিভিন্ন বিভাগে iPhone 13 Pro Max-কে আবারও ছাড়িয়ে গেছে।

Xiaomi 12S Ultra গেমিং পরীক্ষায় টেক্কা দিল iPhone 13 Pro Max-কে

অ্যাপলের এ-সিরিজের চিপসেটগুলি আইফোনের পারফরম্যান্সে ব্যাপকভাবে অবদান রাখে এবং লেটেস্ট আইফোন ১৩ প্রো ম্যাক্স এক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে। আইফোনগুলি বরাবরই অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় উচ্চতর কর্মক্ষমতা অফার করে, তবে পারফরম্যান্সের দিক থেকে অ্যান্ড্রয়েড প্রসেসরগুলিও এবার ধীরে ধীরে অ্যাপলের চিপসেটকে ধরতে সক্ষম হচ্ছে৷ বিশ্লেষক গোল্ডেন রিভিউয়ার (Golden Reviewer) একটি নয়া গেমিং টেস্টটি সংঘটিত করেন এবং তিনি জানিয়েছেন যে, শাওমি ১২এস আল্ট্রা আইফোন ১৩ প্রো ম্যাক্সের চেয়েও ভাল গেমিং ডিভাইস। বিশ্লেষক এই শাওমি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটিকে বর্তমানে সকল অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের স্মার্টফোনের মধ্যে এগিয়ে রাখছেন।

প্রসঙ্গত, শাওমি ১২এস আল্ট্রা ফোনের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটটি পারফরম্যান্স গেম চেঞ্জার বলে মনে করা হচ্ছে। এটি পূর্বসূরি, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এবং অন্যান্য চিপগুলির তুলনায় অনেকটাই উন্নত। এক্সট্রিম টেস্টে দেখা গেছে যে, ১২এস আল্ট্রা চলতি বছরের অন্যান্য সমস্ত হাই-এন্ড ফোনের তুলনায় উচ্চ ফ্রেম রেট (গড় ৫৮৮ ফ্রেম পার সেকেন্ড) অফার করে। খুব উচ্চ ফ্রেম রেটে চলার সময় ডিভাইসটি অতিরিক্ত গরম হয়েও যায়না, যা স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-এর থেকে একটি বড় আপগ্রেড। এই গেমিং পরীক্ষায় আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন এসই ২০২২ এবং স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা সহ অ্যাপল ও স্যামসাংয়ের ফ্ল্যাগশিপগুলি অন্তর্ভুক্ত ছিল। আর পরীক্ষা করা সমস্ত স্মার্টফোনের মধ্যে ১২এস আল্ট্রা সবচেয়ে দুর্দান্ত ফলাফল প্রদর্শন করেছে।

উল্লেখ্য, পরীক্ষায় A15 Bionic চিপসেট দ্বারা চালিত iPad Mini 6 ট্যাবটি অবশ্য Xiaomi 12S Ultra-এর চেয়ে বেশি ফ্রেম রেট প্রদান করেছে। এই নতুন শাওমি ডিভাইসটির গিকবেঞ্চ তালিকা পর্যালোচনা করে, এটি অন্যান্য ফ্ল্যাগশিপের বিরুদ্ধে কীভাবে পারফর্ম করে তাই এখন দেখার। Xiaomi 12S Ultra-এ বেশিরভাগ ফোনের তুলনায় একটি বড় প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৬.৭৩ ইঞ্চির ওলেড প্যানেল রয়েছে। এই হ্যান্ডসেটে ৪,৮৬০ এমএএইচ ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও স্মার্টফোনটিতে আরও বেশ কিছু চিত্তাকর্ষক ফিচার বর্তমান।

Show Full Article
Next Story