বড়সড় চমক, Xiaomi 12T Pro ফ্ল্যাগশিপ ফোনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

আমেরিকা ভিত্তিক টেক ব্র্যান্ড Motorola খুব শীঘ্রই চীনের বাজারে লঞ্চ করতে চলেছে Moto X30 Pro নামের একটি নতুন স্মার্টফোন।...
SUPARNA 8 July 2022 7:48 PM IST

আমেরিকা ভিত্তিক টেক ব্র্যান্ড Motorola খুব শীঘ্রই চীনের বাজারে লঞ্চ করতে চলেছে Moto X30 Pro নামের একটি নতুন স্মার্টফোন। এটি বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে এই ডিভাইসটি ছাড়াও, চলতি বছরের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরো বেশ কয়েকটি হ্যান্ডসেট ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আত্মপ্রকাশ করতে পারে বলে আমাদের অনুমান। কেননা সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Xiaomi বর্তমানে Xiaomi 12T Pro নামের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের উপর কাজ করছে, যা ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসবে।

২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে আগমন ঘটতে পারে Xiaomi 12T Pro স্মার্টফোনের, দাবি ইউটিউবারের

'দ্য পিক্সেল' (The Pixel) সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে, শাওমির আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কিত কিছু বিবরণ শেয়ার করেছে। যেখানে, আসন্ন ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ (Snapdragon 8+ Gen 1) চিপসেটের সাথে আসবে বলে দাবি করা হয়েছে। যদিও, তিনি ডিভাইসটির নাম উল্লেখ করেননি তার ভিডিওতে। তবে ভিয়েতনামের টিপস্টার চুন (Chun) এর মতে, ইউটিউবার 'দ্য পিক্সেল' শাওমি ১২টি প্রো মডেলের সম্পর্কেই কথা বলছে।

পাশাপাশি অটো-ট্রান্সলেট ক্যাপশনের সাহায্যে 'দ্য পিক্সেল' দ্বারা প্রকাশিত ইউটিউব ভিডিওর মূল বক্তব্যটি উদ্ধার করা গেছে। ভিডিওতে বলা হয়েছে যে, শাওমি ১২টি প্রো চলতি বছরের শেষার্ধে ভিয়েতনামে লঞ্চ হতে পারে। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট ব্যবহার করা হবে এবং এটি সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে। এছাড়া, আসন্ন মডেলে ৮ জিবি/১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যেতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুসারে, Xiaomi 12T Pro ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকবে। তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হল, এটি ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ আসতে পারে। মনে করা হচ্ছে এই সেন্সরটি হয়তো স্যামসাং দ্বারা নির্মিত হবে। ইউটিউবার 'দ্য পিক্সেল' জোর দিয়ে বলেছেন যে, শাওমি তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনকে সাশ্রয়ী প্রাইজ ট্যাগের সাথে নিয়ে আসবে।

প্রসঙ্গত, শাওমি ১২টি সিরিজের আগমন সত্বর বলেই মনে হচ্ছে। কেননা, সম্প্রতি উক্ত সিরিজের স্ট্যান্ডার্ড মডেল Xiaomi 12T -কে 'ফেডারেল কমিউনিকেশন কমিশন' ওরফে FCC সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে দেখা গেছে। যার দরুন এর কিছু মুখ্য ফিচারও প্রকাশ্যে এসে গেছে। যেমন, এই ফোনটি সম্ভবত - ডাইমেনসিটি ৮১০০ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমন্বিত রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৬৭ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ আসবে। আর, এই মডেলের বাদবাকি স্পেসিফিকেশন 'প্রো' মডেলের অনুরূপ হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া, শাওমি ১২টি এবং ১২টি প্রো মডেল দুটিকে হয়তো চীনের বাজারে Redmi K50S এবং K50S Pro নামে লঞ্চ করা হতে পারে এমন খবরও সামনে এসেছে।

Show Full Article
Next Story