২০০ মেগাপিক্সেল ক্যামেরার Xiaomi 12T Pro পেল NBTC থেকে অনুমোদন, দ্রুত মার্কেটে আসছে
শাওমি এশিয়ার একাধিক বাজারে তাদের আপকামিং Xiaomi 12T Pro হ্যান্ডসেটটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই স্মার্টফোনটি...শাওমি এশিয়ার একাধিক বাজারে তাদের আপকামিং Xiaomi 12T Pro হ্যান্ডসেটটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই স্মার্টফোনটি ইতিমধ্যেই ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন সাইটে অনুমোদন লাভ করেছে এবং জানা গেছে যে, ইতিমধ্যেই এশিয়া এবং ইউরোপের কিছু নির্বাচিত বাজারে ফোনটির অভ্যন্তরীণ পরীক্ষা শুরু হয়েছে। আবার একটি সাম্প্রতিক রিপোর্টের মাধ্যমে Xiaomi 12T Pro-এর একটি ইমেজ সামনে এসেছে, যা ইঙ্গিত করছে যে, এই হ্যান্ডসেটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ আসবে। আর এখন থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর ওয়েবসাইটে এই শাওমি ফোনটিকে খুঁজে পাওয়া গেছে। এই সার্টিফিকেশন সাইটের তালিকাটি আসন্ন হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করলো, চলুন দেখে নেওয়া যাক।
Xiaomi 12T Pro পেল NBTC-এর অনুমোদন
টিপস্টার মুকুল শর্মার একটি টুইট অনুসারে, শাওমি ১২টি প্রো ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর অনুমোদন লাভ করেছে। টিপস্টার যে ছবিটি শেয়ার করেছেন তা প্রকাশ করেছে যে, এই শাওমি ফোনের মডেল নম্বরটি হল 22081212UG। এই একই মডেল নম্বর সহ একটি স্মার্টফোন ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকাটি ইঙ্গিত দিয়েছে যে, এটি ৫জি, ৪জি এলটিই নেটওয়ার্ক সংযোগ, ডুয়েল-সিম এবং সেইসাথে এনএফসি (NFC) সাপোর্ট সহ আসবে। এটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি কনফিগারেশনে বাজারে আসতে পারে।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে যে শাওমি ১২টি প্রো মডেলটি গ্লোবাল মার্কেটে রেডমি কে৫০এস প্রো-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করবে। চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ডেটাবেসের তালিকা অনুসারে, কে৫০এস প্রো ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের সাথে আসবে। এছাড়া ফোনটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর অফার করবে বলে আশা করা হচ্ছে।
যেহেতু, Redmi K50s Pro এবং Xiaomi 12T Pro একই স্পেসিফিকেশনের সাথে আসবে বলে দাবি করা হচ্ছে, তাই অনুমান করা ভুল হবে না যে, 12T Pro-এও ২০০ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। এই অনুমানটি ফরাসি প্রকাশনা ফোনঅ্যান্ড্রয়েড (Phonandroid)-এর একটি রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে দাবি করা হয়েছে যে, Xiaomi 12T Pro-এ ২০০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে।
উল্লেখ্য, রিপোর্টে প্রকাশিত ইমেজে, Xiaomi 12T Pro-এর রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা এবং "200MP" টেক্সটটি সহ একটি ক্যামেরা মডিউল দেখা গেছে৷ এছাড়াও ছবিটি নির্দেশ করে যে, এই হ্যান্ডসেটে গত ডিসেম্বরে লঞ্চ হওয়া Xiaomi 12 Pro-এর অনুরূপ ডিজাইন থাকবে, কিন্তু এর চেয়ে আরও বেশি প্রসারিত ক্যামেরা মডিউল দেখতে পাওয়া যাবে৷ একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Xiaomi 12T সিরিজের মডেলগুলি চলতি বছরের অক্টোবরে ব্ল্যাক, ব্লু এবং সিলভার-এর মতো কালার অপশনে বাজারে লঞ্চ হতে পারে।