Xiaomi 12T Pro / Redmi K50S Pro আসছে পাওয়ারফুল Snapdragon 8 Gen 1+ প্রসেসরের সাথে

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা রেডমি গত মাসেই তাদের Redmi K50 সিরিজটি লঞ্চ করেছিল। ইতিমধ্যেই ব্র্যান্ডটি এই সিরিজের...
Ananya Sarkar 2 May 2022 5:17 PM IST

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা রেডমি গত মাসেই তাদের Redmi K50 সিরিজটি লঞ্চ করেছিল। ইতিমধ্যেই ব্র্যান্ডটি এই সিরিজের উত্তরসূরি হিসেবে Redmi K50S সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই এই লাইনআপটি বাজারে উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এখন একটি নতুন রিপোর্টে এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করা হয়েছে। আসুন আপকামিং Redmi K50S সিরিজ সম্পর্কে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।

Redmi K50S আসছে চলতি বছরের দ্বিতীয়ার্ধেই

টেক সাইট শাওএমআইইউআই ডট নেট (xiaomiui.net), এমআইইউআই (MIUI) সফ্টওয়্যার কোডবেসে আসন্ন শাওমি ১২টি ও রেডমি কে৫০এস সিরিজের ফোনগুলিকে স্পট করেছে। শাওএমআইইউআই-এর রিপোর্ট অনুযায়ী, শাওমি এবছর রেডমি কে৫০এস সিরিজ এবং শাওমি ১২টি সিরিজের অধীনে মোট ৫টি মডেল লঞ্চ করবে, এগুলি হল- রেডমি কে৫০এস প্রো, স্ট্যান্ডার্ড রেডমি কে৫০এস, স্ট্যান্ডার্ড শাওমি ১২টি, শাওমি ১২টি প্রো, এবং শাওমি ১২টি প্রো হাইপারচার্জ। জানিয়ে রাখি কোডবেসে এই পাঁচটি আপকামিং হ্যান্ডসেটের মডেল নম্বর, উপলব্ধতা এবং প্রসেসরের নামগুলি প্রকাশ করা হয়েছে।

প্রথমেই, "প্রো" মডেলগুলি দিয়ে শুরু করা যাক। 22081212C মডেল নম্বর সহ রেডমি কে৫০এস প্রো ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে। ডিভাইসটি কোয়ালকমের আসন্ন অঘোষিত ফ্ল্যাগশিপ প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস দ্বারা চালিত হবে। আবার, শাওমি ১২টি প্রো অনুরূপ মডেল নম্বর (22081212G) সহ রেডমি কে৫০এস প্রো-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে৷ আবার শাওমি ১২টি প্রো 22081212R মডেল নম্বরের সাথে জাপানের বাজারেও আসবে।

উল্লেখযোগ্য ভাবে, সংস্থাটি Redmi K50S Pro-এর একটি "Hypercharge" সংস্করণও বাজারে আনবে, যাকে Xiaomi 12T Pro Hypercharge বলা হবে৷ এই মডেলটি চীনে উপলব্ধ হবে না বলেই মনে করা হচ্ছে এবং এটি 22081212UG মডেল নম্বর সহ শুধুমাত্র গ্লোবাল মার্কেটেই আসবে৷ যেহেতু Xiaomi 12T Pro ফোনটি Redmi K50S Pro-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন, তাই এটি একই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস প্রসেসরের সাথেই আসবে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড মডেলগুলির ক্ষেত্রে 22071212AC মডেল নম্বর যুক্ত Redmi K50S ফোনটি চীনে লঞ্চ করা হবে। আবার 22071212AG মডেল নম্বর সহ Xiaomi 12T হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে। প্রো মডেলের মতো Xiaomi 12T মডেলটি Redmi K50S-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। এমআইইউআই কোডবেস থেকে সংগৃহীত তথ্যগুলি দেখে মনে করা হচ্ছে Xiaomi 12T/Redmi K50S, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাসের পরিবর্তে একটি অজানা মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট দ্বারা চালিত হবে। উল্লেখ্য, মনে করা হচ্ছে শাওমি এবছর হাই মিড-রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ প্রিমিয়াম সেগমেন্টে তাদের একাধিক স্মার্টফোন যোগ করার লক্ষ্যে রয়েছে।

Show Full Article
Next Story