Xiaomi 12X ফোনের দাম কমলো, এখন পাওয়া যাবে প্রায় ৩৬০০ টাকা কমে

গতবছর ডিসেম্বরে Xiaomi 12, Xiaomi 12 Pro এর সাথে এই সিরিজের সস্তা মডেল হিসেবে লঞ্চ হয়েছিল Xiaomi 12X। এরপর ফোনটি...
Julai Modal 9 April 2022 10:49 PM IST

গতবছর ডিসেম্বরে Xiaomi 12, Xiaomi 12 Pro এর সাথে এই সিরিজের সস্তা মডেল হিসেবে লঞ্চ হয়েছিল Xiaomi 12X। এরপর ফোনটি গ্লোবাল মার্কেটেও এসেছে। শোনা যাচ্ছে ভারতেও Xiaomi 12X লঞ্চ হতে পারে। তার আগে চীনে এই ফোনটির দাম কমলো। আজ্ঞে হ্যাঁ! এখন থেকে ফোনটি ৩০০ ইউয়ান (প্রায় ৩৬০০ টাকা) পর্যন্ত কমে পাওয়া যাবে। আসুন Xiaomi 12X এর নতুন দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Xiaomi 12X ফোনের দাম কমলো

চীনে লঞ্চের সময় শাওমি ১২এক্স ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের মূল্য রাখা হয়েছিল ৩,৯৯৯ ইউয়ান, যা প্রায় ৩৭,৫০০ টাকার সমান, আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ছিল যথাক্রমে ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,০০০ টাকা), ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৪,৫০০ টাকা)। তবে এখন থেকে এই তিনটি ভ্যারিয়েন্টের দাম ৩০০ ইউয়ান (প্রায় ৩৬০০ টাকা) পর্যন্ত কমানো হয়েছে।

Xiaomi 12X ফোনের স্পেসিফিকেশন

শাওমি ১২এক্স ফোনে আছে ৬.২৮ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) AMOLED স্ক্রিন। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

আবার ফটোগ্রাফির জন্য Xiaomi 12X ফোনের পিছনে উপস্থিত ওআইএস (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৭৬৭ (Sony IMX766 )সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের টেলি-ম্যাক্রো ক্যামেরা যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Show Full Article
Next Story