Redmi Note 12, Xiaomi 13 সিরিজ লঞ্চের আগেই পেল EEC থেকে ছাড়পত্র, কি ফিচার থাকবে

শাওমি (Xiaomi) এখনও পর্যন্ত তাদের Xiaomi 12 সিরিজের অধীনে একাধিক ডিভাইস বাজারে লঞ্চ করেছে। গতবছর ডিসেম্বর মাসে এই...
Anwesha Nandi 23 Aug 2022 7:46 PM IST

শাওমি (Xiaomi) এখনও পর্যন্ত তাদের Xiaomi 12 সিরিজের অধীনে একাধিক ডিভাইস বাজারে লঞ্চ করেছে। গতবছর ডিসেম্বর মাসে এই লাইনআপে অন্তর্ভুক্ত Xiaomi 12, Xiaomi 12 Pro এবং Xiaomi 12X- এই মডেল তিনটি বাজারে আত্মপ্রকাশ করেছিল। আবার এবছর জুলাইতে কোম্পানিটি শুধুমাত্র চীনা বাজারের জন্য নতুন এবং উন্নত Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট সহ Xiaomi 12S সিরিজের ডিভাইসগুলি লঞ্চ করে সংস্থা। সম্প্রতি ব্র্যান্ডটি Xiaomi 12 সিরিজের নতুন সংযোজন Xiaomi 12T লাইনআপটি বিশ্ববাজারে আনার পরিকল্পনা করছে। তবে ইতিমধ্যেই পরবর্তী প্রজন্মের Xiaomi 13 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির লঞ্চ নিয়েও টেক পাড়ায় জল্পনা শুরু হয়ে গেছে। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই সিরিজে অন্তর্ভুক্ত দুটি ডিভাইস ইইসি (EEC) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। চলুন Xiaomi 13 সিরিজের আপকামিং হ্যান্ডসেটগুলি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল, দেখে নেওয়া যাক।

Xiaomi 13 সিরিজের দুটি মডেলকে দেখা গেল EEC-এর ডেটাবেসে

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর একটি সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, 2210132G এবং 2210133G মডেল নম্বর সহ দুটি নতুন শাওমি স্মার্টফোন ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC)-এর সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। এই ডিভাইসগুলি আসন্ন শাওমি ১৩ সিরিজের অন্তর্গত বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, 22101316G এবং 22101316UG মডেল নম্বর সহ দুটি নতুন রেডমি ফোনকে একটি ভিন্ন ইইসি (EEC) লিস্টিংয়ে খুঁজে পাওয়া গেছে। এগুলি Redmi Note 12 সিরিজের ফোন হতে পারে। মডেল নম্বরের শেষে "G" অক্ষরটি ইঙ্গিত করছে যে, এই ডিভাইসগুলি গ্লোবাল সংস্করণ হবে। তালিকাটি এই উল্লেখিত হ্যান্ডসেটগুলির কোনও স্পেসিফিকেশনই প্রকাশ করেনি। তবে, ইতিমধ্যেই বেশ কিছু রিপোর্ট এবং লিক থেকে শাওমি ১৩ সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে, চলুন এগুলি দেখে নেওয়া যাক।

শাওমি ১৩ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 13 Expected Specifications)

সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, Xiaomi 13 সিরিজটি কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। এই চিপসেটটি আগামী নভেম্বরে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, তাই নভেম্বরের কাছাকাছি সময়ই Xiaomi 13 লাইনআপটি চীনা বাজারে আত্মপ্রকাশ করতে পারে। ডিভাইসটি সম্ভবত আগামী বছরের শুরুর দিকে বিশ্ব বাজারে পা রাখবে।

এছাড়া রিপোর্ট অনুযায়ী, Xiaomi 13 সিরিজের স্মার্টফোনগুলি সিঙ্গেল-সেল ব্যাটারি এবং সংস্থা দ্বারা ডেভেলপ করা চার্জিং আইসি (IC) সহ বাজারে আসবে, যা ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বর্তমানে বাজারে উপলব্ধ একমাত্র ১০০ ওয়াট সিঙ্গেল-সেল চিপ সলিউশন হল শাওমির সার্জ পি১ চিপ, যা এই ডিভাইসগুলিতে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story