Xiaomi 14T: শাওমির নয়া চমক, খুব শীঘ্রই আসছে সংস্থার লেটেস্ট সাব-ফ্ল্যাগশিপ ফোন

শাওমি তাদের লেটেস্ট নম্বর সিরিজের অধীনে T ব্র্যান্ডিংয়ের সাথে কিছু নতুন ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা করছে। আসন্ন Xiaomi...
Ananya Sarkar 20 Jun 2024 6:44 PM IST

শাওমি তাদের লেটেস্ট নম্বর সিরিজের অধীনে T ব্র্যান্ডিংয়ের সাথে কিছু নতুন ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা করছে। আসন্ন Xiaomi 14T সিরিজে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro মডেল দুটি অন্তর্ভুক্ত থাকতে পারে। আর এখন স্ট্যান্ডার্ড Xiaomi 14T হ্যান্ডসেটটিকে সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এই স্মার্টফোনটির সম্পর্কে সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে কি কি তথ্য উঠে এল, আসুন জেনে নেওয়া যাক।

Xiaomi 14T কে দেখা গেল IMDA সার্টিফিকেশন সাইটে

2406APNFAG মডেল নম্বর সহ শাওমি ১৪টি ফোনটি সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। মডেল নম্বরটিতে ‘2406’ স্ট্রিং রয়েছে, যা নির্দেশ করে যে এটি জুন, ২০২৪ অর্থাৎ এমাসেই লঞ্চ হতে পারে। তবে আইএমডিএ সার্টিফিকেশন ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।

শাওমি ১৪টি এবং শাওমি ১৪টি প্রো হ্যান্ডসেটগুলি সম্প্রতি আইএমইআই (IMEI) ডেটাবেসে হাজির হয়েছে, যা উভয়ের মডেল নম্বরগুলি প্রথম প্রকাশ্যে আনে। যদিও শাওমি ১৪টি সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য সামনে আসেনি। তবে শাওমি ১৪টি এবং শাওমি ১৪টি প্রো ফোনের মডেল নম্বরগুলি নির্দেশ করে যে এগুলি বিশ্ব বাজারে লঞ্চ হবে৷ কারণ নম্বরের শেষে ‘G’ অক্ষরটি রয়েছে, যা গ্লোবাল ভ্যারিয়েন্টকে বোঝায়।

জানিয়ে রাখি, শাওমি এর আগে Xiaomi 10T এবং Xiaomi 11T সিরিজের স্মার্টফোনগুলিকে ভারতীয় বাজারে লঞ্চ করেছে, কিন্তু Xiaomi 12T এবং Xiaomi 13T সিরিজের হ্যান্ডসেটগুলি এদেশের মার্কেটে প্রবেশ করেনি। Xiaomi 14T সিরিজের স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে আসবে কিনা, তা স্পষ্ট নয়। তবে, যেহেতু Xiaomi 14T সিরিজের ভারতীয় ভ্যারিয়েন্টগুলি এখনও ইন্টারনেটে হাজির হয়নি, তাই ভারতে এগুলির আগমনের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। আশা করা যায় যে Xiaomi 14T সিরিজের স্মার্টফোনগুলি আগামী দিনে অন্যান্য সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হবে, যা এগুলির বিষয়ে আরও বিশদ তথ্য শেয়ার করবে।

Show Full Article
Next Story