Xiaomi 14T: ওয়্যারলেস চার্জিং সহ নতুন 5G ফোন আনছে শাওমি, দেখা গেল NBTC সাইটে
শাওমি ১৪টি সিরিজটি শীঘ্রই বাজারে আসতে চলেছে। এই সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি এখন থাইল্যান্ডের এনবিটিসি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে।
শাওমি বর্তমানে বিশ্ব বাজারের জন্য তাদের পরবর্তী প্রজন্মের টি সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। আর এখন লঞ্চের আগে শাওমি ১৪টি ফোনটিকে থাইল্যান্ডের এনবিটিসি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়েছে।
শাওমি ১৪টি ফোনটিকে দেখা গেল এনবিটিসি সার্টিফিকেশন
থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশনের সার্টিফিকেশনটি নিশ্চিত করেছে যে, ২৪০৬এপিএনএফএজি মডেল নম্বর সহ আসন্ন শাওমি স্মার্টফোনটি শাওমি ১৪টি মার্কেটিং নেমের সাথে লঞ্চ হবে। নাম ছাড়াও, এনবিটিসি সার্টিফিকেশনটি প্রকাশ করে যে ফোনটি ৫জি সংযোগ সাপোর্ট করবে।
জানিয়ে রাখি, ২৪০৬এপিএনএফএজি মডেল নম্বরটি সম্প্রতি সিঙ্গাপুরের আইএমডিএ এবং ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশনে দেখা গেছে। ইইসি সার্টিফিকেশনে ২৪০৬এপিএনএফএজি মডেল নম্বর সহ আসন্ন শাওমি স্মার্টফোনটি হাজির হয়েছে, যা এর ইউরোপীয় লঞ্চ নিশ্চিত করেছে।
এর আগে একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, শাওমি ১৪টি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ সিরিজের প্রসেসরে চালিত হতে পারে। ডিভাইসটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে।
সম্প্রতি, গিকবেঞ্চ ডেটাবেসে শাওমি ১৪টি প্রো ফোনটিকে দেখা গেছে, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসরের সাপোর্ট নিশ্চিত করেছে। প্রো ভ্যারিয়েন্টটি ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসটি হবে প্রথম শাওমি টি সিরিজের স্মার্টফোন, যা ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সাথে আত্মপ্রকাশ করবে। আশা করা যায় যে, শাওমি ১৪টি সিরিজের স্মার্টফোনগুলি খুব শীঘ্রই অন্যান্য সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হবে।
শাওমি ১৪টি সিরিজটি শীঘ্রই বাজারে আসতে চলেছে। এই সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি এখন থাইল্যান্ডের এনবিটিসি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে।