6000mah ব্যাটারি ও 90W চার্জিং সহ নয়া ফোন আনছে Xiaomi, লঞ্চ হবে অক্টোবরে
শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো এই বছর অক্টোবরে লঞ্চ হতে পারে। স্মার্টফোন দু'টি দুনিয়ার প্রথম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর...শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো এই বছর অক্টোবরে লঞ্চ হতে পারে। স্মার্টফোন দু'টি দুনিয়ার প্রথম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর যুক্ত মডেল হবে। সংস্থা কিছু না বললেও, বিভিন্ন সূত্র থেকে এই সিরিজের নানা স্পেসিফিকেশন সামনে আসছে। শাওমি ১৫ সিরিজের ক্যামেরা ও ডিসপ্লের বিবরণ আগেই ফাঁস হয়েছে। এবার শাওমি ১৫ প্রো মডেলটির ব্যাটারি ও চার্জিং ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
শাওমি ১৫ প্রো ব্যাটারি, ফাস্ট চার্জিং
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, শাওমি ১৫ প্রো ৬,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে লক্ষ্য করার মতো বিষয় হল, আগের একটি রিপোর্টে বলা হয়েছিল, শাওমি ১৫ প্রো-তে ১২০ ওয়াট চার্জিং সহ ৫,৪০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এটি ওয়্যারলেস চার্জিং অফার করবে।
ফটোগ্রাফির কথা বললে, ফোনটির পিছনে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরা হিসাবে ওমনিভিশন ওভি৫০কে সেন্সর পাওয়া যেতে পারে, যা এফ/১.৪-এফ/২.৫ ভ্যারিয়েবল অ্যাপারচার অফার করবে। এটির সনি আইএমএক্স৮ সিরিজের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ৫x অপটিক্যাল জুম সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, অন্যান্য রিপোর্ট অনুযায়ী, শাওমি ১৫ প্রো ৬.৭৩ ইঞ্চি ওলেড ডিসপ্লে প্যানেলের সঙ্গে আসবে। এটি ২কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সিকিউরিটির জন্য থাকবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ ফোনটির ফ্রেম আইপি৬৯ রেটেড ডাস্টপ্রুফ ও ওয়াটার রেজিস্ট্যান্ট হবে। অন্যদিকে, শাওমি ১৫ একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হিসাবে আসবে। এটির পিছনেও ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে।