Xiaomi 15 Ultra: ৬০০০এমএএইচ ব্যাটারি ও ২৪ জিবি র‍্যামের জম্পেশ ফোন আনছে শাওমি

শাওমি বছর শেষে বাজারে আনতে চলেছে শাওমি ১৫ সিরিজটি। লঞ্চের আগে এখন এই লাইনআপের টপ-এন্ড মডেল শাওমি ১৫ আল্ট্রা ফোনটি ডিসপ্লে সর্ম্পকে কিছু আকষর্ণীয় তথ্য সামনে এসেছে।

Ananya Sarkar 29 July 2024 11:39 AM IST

শাওমি চলতি বছরের শেষদিকে বাজারে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ শাওমি ১৫ সিরিজটি লঞ্চ করতে চলেছে। লাইনআপটিকে নিয়ে অবশ্য দীর্ঘদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। আর এখন একটি সূত্র মারফৎ এই সিরিজের টপ-এন্ড শাওমি ১৫ আল্ট্রা মডেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসরটির আত্মপ্রকাশের পরেই স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলগুলি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে এবং এগুলি এই নতুন চিপসেট দ্বারা চালিত প্রথম ডিভাইস হবে। তবে আল্ট্রা ভ্যারিয়েন্টটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে প্রকাশ করা হবে বলে শোনা যাচ্ছে। তবে ইতিমধ্যেই ফোনটির সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে।

এখন এক চীনা টিপস্টার জানিয়েছেন যে, এই ফোনটিতে ২কে ডুয়েল-লেয়ার ওলেড ডিসপ্লে থাকবে। অ্যাপল তাদের সাম্প্রতিক আইপ্যাডে "ট্যানডেম ওলেড" নামে পরিচিত এই প্রযুক্তিটি ব্যবহার করেছে, যা সিঙ্গেল-লেয়ার ওলেড প্যানেলের তুলনায় উন্নত উজ্জ্বলতা এবং এইচডিআর পারফরম্যান্স প্রদান করে।

যদিও অ্যাপল এই শব্দটিকে পরিচিতি দিয়েছে, তবে অনার প্রথম তাদের অনার ম্যাজিক ৬ আলটিমেটে এই প্রযুক্তিটি ব্যবহার করেছিল। আর এখন শাওমিও স্ট্যাকড ওলেড ট্রেন্ডকে স্বাগত জানাতে প্রস্তুত বলে মনে হচ্ছে।

শাওমি ১৫ আল্ট্রা ফোনটি স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের মতো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, শোনা যাচ্ছে যে ফোনটিতে ২৪ জিবি র‍্যাম এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

তবে শাওমি ১৫ আল্ট্রা ওজনে ভারী এবং আকারে বড় হতে পারে। টিপস্টারও বলেছেন যে শাওমি ১৫ আল্ট্রা হালকা বা পাতলা হবে না। বর্তমান ফ্ল্যাগশিপ, শাওমি ১৪ আল্ট্রা ইতিমধ্যেই ৯.২ মিলিমিটার পুরু এবং ২২৯.৫ গ্রাম ওজনের বেশ ভারী। শাওমি ১৫ আল্ট্রা একটি রিয়েল হ্যান্ড-ফিলার হতে পারে।

তবে মনে রাখতে হবে যে, এই তথ্যগুলি অনানুষ্ঠানিক সূত্র মারফৎ সামনে এসেছে এবং শাওমির চূড়ান্ত ডিজাইন ভিন্ন হতে পারে। যদিও কোম্পানিটি তাদের আসন্ন ফ্ল্যাগশিপ নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এগুলি তার আভাস দেয়। পূর্ববর্তী একটি প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে স্ট্যান্ডার্ড শাওমি ১৫ এবং শাওমি ১৫ আল্ট্রা উভয় মডেলই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, যেখানে শাওমি ১৪ প্রো চীনা বাজারে এক্সক্লুসিভ হতে পারে।

Show Full Article
Next Story