বাজার কাঁপাতে আসছে Xiaomi 15 Ultra, কবে লঞ্চ হবে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন
শাওমি বর্তমানে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ শাওমি ১৫ সিরিজের ডিভাইসগুলির লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপের অধীনে...শাওমি বর্তমানে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ শাওমি ১৫ সিরিজের ডিভাইসগুলির লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপের অধীনে কোম্পানি ইতিমধ্যেই শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো মডেল দুটি ডেভেলপ করছে, যা চলতি বছরের শেষের দিকে বাজারে পা রাখবে। এর পাশাপাশি, কোম্পানি এখন সিরিজের আল্ট্রা মডেলের ওপরও কাজ করছে বলে জানা গেছে, যেটি সম্ভবত আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হবে। গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া লেটেস্ট শাওমি ১৪ আল্ট্রার তুলনায় এর উত্তরসূরি, শাওমি ১৫ আল্ট্রা কোন কোন ক্ষেত্রে আপগ্রেড অফার করতে পারে, আসুন জেনে নেওয়া যাক।
শাওমি ১৫ আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
শাওমি ১৫ আল্ট্রায় কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর ও উচ্চতর ক্যামেরা স্পেসিফিকেশন সহ আরও অনেক কিছু থাকবে। উল্লেখযোগ্যভাবে, প্রযুক্তি মহলের একাংশ মনে করছেন যে শাওমি বিশ্ব বাজারে শাওমি ১৫ এবং শাওমি ১৫ আল্ট্রা মডেল দুটি লঞ্চ করার পরিকল্পনা করছে। সেখানে শাওমি ১৪ প্রো ফোনের উত্তরসূরি, শাওমি ১৫ প্রো হবে একটি চায়না এক্সক্লুসিভ স্মার্টফোন।
শাওমি ১৪ আল্ট্রা একটি উচ্চতর ফিচার সমৃদ্ধ স্মার্টফোন, তবে এতে কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে একটি হল ক্যামেরা ফগিংয়ের সমস্যা, যা শাওমি ১৩টি, শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো-তেও দেখা যায়। শাওমি ১৪ আল্ট্রার ব্যবহারকারীরা এটি নিয়ে অসন্তুষ্ট। এ কারণে কিছু ইউজার তাদের ডিভাইস ফেরতও দিয়েছেন। তাই, নতুন শাওমি ১৫ আল্ট্রাতে শাওমির এটাই প্রধান সমস্যা, যা তারা সমাধান করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, শাওমি ১৪ আল্ট্রা একটি চমৎকার ডিভাইস।
এবার আসা যাক শাওমি ১৫ আল্ট্রার প্রসঙ্গে। আশা করা হচ্ছে যে, শাওমি ১৫ আল্ট্রা একটি অত্যন্ত উন্নত স্মার্টফোন হবে। আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর শাওমি ১৫ সিরিজকে শক্তি দেবে। স্ট্যান্ডার্ড, প্রো এবং আল্ট্রা তিনটি মডেলেই একই প্রসেসর ব্যবহার করা হবে।
জানিয়ে রাখি, ইতিমধ্যেই শাওমি ১৫ আল্ট্রাকে আইএমইআই ডেটাবেসে দেখা গেছে। শাওমি ১৫ এবং আল্ট্রা মডেলটি আনুষ্ঠানিকভাবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫ ইভেন্টে উন্মোচন করা হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, শাওমি ১৫ আল্ট্রার তিনটি ভিন্ন মডেল নম্বর রয়েছে - ২৫০১০পিএন৩০সি, ২৫০১০পিএন৩০জি এবং ২৫০১০পিএন৩০আই। প্রথম মডেল নম্বরটি ডিভাইসের চীনা সংস্করণকে নির্দেশ করে, অন্য মডেল নম্বরগুলি যথাক্রমে গ্লোবাল এবং ভারতীয় মডেলগুলির প্রতিনিধিত্ব করে৷ আর মডেল নম্বরের শুরুতে "২৫০১" ২০২৫ সালের জানুয়ারি মাসকে ইঙ্গিত করছে৷ তবে আশা করা হচ্ছে যে, নতুন শাওমি ১৫ সিরিজ বিশ্ব বাজারে আগামী বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হবে৷ আগেই উল্লেখ করা হয়েছে যে, শাওমি ১৫ এবং শাওমি ১৫ আল্ট্রা গ্লোবাল মার্কেটে উন্মোচিত হবে, আর শাওমি ১৫ প্রো শুধুমাত্র চীনা বাজারে সীমাবদ্ধ থাকবে। আগামী দিনে আসন্ন সিরিজটির সম্পর্কে আরও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা যায়।
COPYRIGHT 2024
Powered By Blinkcms