MIUI 14: ফোন চলানোর মজা হবে দ্বিগুণ, নয়া আপডেট আনছে Xiaomi, ফিচার ফাঁস হল

শাওমি (Xiaomi)-এর কাস্টম অ্যান্ড্রয়েড স্কিনের লেটেস্ট ভার্সন, MIUI 14 কিছুদিনের মধ্যেই চালু হতে চলছে। এতে কোনও সন্দেহ...
Ananya Sarkar 1 Dec 2022 11:57 PM IST

শাওমি (Xiaomi)-এর কাস্টম অ্যান্ড্রয়েড স্কিনের লেটেস্ট ভার্সন, MIUI 14 কিছুদিনের মধ্যেই চালু হতে চলছে। এতে কোনও সন্দেহ নেই যে, প্রখ্যাত টেক ব্র্যান্ডটি সফ্টওয়্যার আপডেট আনার ক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকটাই দেরি করেছে। তবে অবশেষে যে এটি আসছে, সেই সংবাদে গ্রাহকরা কিছুটা আশ্বস্ত হয়েছেন। Android 13-ভিত্তিক সফ্টওয়্যারটি কোম্পানির নতুন নম্বর সিরিজ অর্থাৎ Xiaomi 13-এর সাথে আজ (১ ডিসেম্বর) আত্মপ্রকাশ করার কথা ছিল। কিন্তু প্রাক্তন চীনা প্রেসিডেন্ট জিয়াং জেমিন-এর মৃত্যুর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি এখনও নতুন লঞ্চ ইভেন্টের কোনও তারিখ প্রকাশ করেনি, তবে এখন এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে Android 13-ভিত্তিক MIUI 14-এর চেঞ্জলগ অনলাইনে প্রকাশিত হয়েছে। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল MIUI 14 এর চেঞ্জলগ

টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক এমআইইউআই ১৪ আপডেটের সম্পূর্ণ চেঞ্জলগ শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে, নতুন সফ্টওয়্যারটি কিছু আকর্ষণীয় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আবার বলা হচ্ছে যে, এমআইইউআই-এর সাম্প্রতিকতম সংস্করণটি হালকা হবে এবং কম স্টোরেজ স্পেস খরচ করবে। এই স্কিনটিতে উন্নত সিস্টেম আর্কিটেকচার দেখা যাবে, যা শক্তি সঞ্চয় করার সময় প্রি-ইনস্টল করা এবং থার্ড পার্টি- উভয় প্রকার অ্যাপেরই কর্মক্ষমতা বাড়াবে।

এছাড়াও, ফাঁস হওয়া চেঞ্জলগটি প্রকাশ করেছে যে, অপারেটিং সিস্টেমটি আরও বেশি কম্বিনেশনের জন্য একাধিক পার্সোনালাইজেশন অপশন এবং নতুন উইজেট ফর্ম্যাটের সাথে আসবে। ব্যবহারকারীরা এখন গ্যালারির যে কোনো ছবি থেকে টেক্সট কপি করতে সক্ষম হবেন। সামগ্রিক গোপনীয়তা এবং নিরাপত্তাও উন্নত করা হয়েছে। আর এখন, ৩০টিরও বেশি দৃশ্য ক্লাউডে কোনও ডেটা সংরক্ষণ ছাড়াই এন্ড-টু-এন্ড গোপনীয়তা সাপোর্ট করবে এবং সমস্ত ক্রিয়াকলাপ ডিভাইসে স্থানীয়ভাবে সম্পাদিত হবে।

আবার, চেঞ্জলগটি "সুপার আইকন" নামে একটি ফিচারের উল্লেখ করেছে। এগুলি হোম স্ক্রিনকে একটি নতুন লুক দেবে। আইকনগুলির কিরূপে আসবে, সেটিই এখন দেখার। আরও একটি জিনিস যা ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করবে, তা হল হোম স্ক্রিন পেট বা প্লান্ট। এটি সম্ভবত একটি অ্যানিমেটেড উদ্ভিদ বা পোষ্যর উইজেট হতে পারে যা হোম স্ক্রিনে যোগ করা যেতে পারে।

উল্লেখ্য, শাওমি তাদের ডিভাইসগুলির মধ্যে আন্তঃসংযোগ উন্নত করেছে, যা ব্যবহারকারীর ফোন, ট্যাবলেট এবং টিভিতে ইয়ারফোনগুলিকে সংযোগ করা এবং এই ডিভাইসগুলির মধ্যে নির্বিঘ্নে স্যুইচ করা সহজ করে তুলেছে। এমআই এআই (MI AI) ভয়েস অ্যাসিস্ট্যান্টকেও নতুন করে সাজানো হয়েছে। এটি এখন অনুবাদে সাহায্য করা, স্প্যাম কল ফিল্টার করার মতো জটিল কাজগুলি সম্পাদন করতে পারবে।

Show Full Article
Next Story