Xiaomi Civi 4 Pro Disney Princess লিমিটেড এডিশন লঞ্চ হচ্ছে পরশুদিন

শাওমি আনুষ্ঠানিকভাবে ডিজনি প্রিন্সেস (Disney Princess) ফ্রাঞ্চাইজের সাথে যৌথভাবে ডিজাইন করা Xiaomi Civi 4 Pro...
Ananya Sarkar 25 Jun 2024 7:34 PM IST

শাওমি আনুষ্ঠানিকভাবে ডিজনি প্রিন্সেস (Disney Princess) ফ্রাঞ্চাইজের সাথে যৌথভাবে ডিজাইন করা Xiaomi Civi 4 Pro স্মার্টফোনের একটি লিমিটেড এডিশন মডেল বাজারে আনতে চলেছে। কোম্পানি আনুষ্ঠানিকভাবে এই বিশেষ সংস্করণের স্মার্টফোনটির লঞ্চের তারিখটিও ঘোষণা করেছে। Xiaomi Civi 4 Pro Disney Princess Limited Edition নামে এই ফোনটি চলতি সপ্তাহেই চীনে লঞ্চ হবে৷ আসুন তাহলে Xiaomi Civi 4 Pro হ্যান্ডসেটের নতুন সংস্করণটি সম্পর্কে কি কি তথ্য এখনও পর্যন্ত জানা গেছে, দেখে নেওয়া যাক।

Xiaomi Civi 4 Pro Disney Princess Limited Edition চলতি সপ্তাহেই আসছে বাজারে

শাওমি ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট)-তে একটি টিজার শেয়ার করে নিশ্চিত করেছে যে, শাওমি সিভি ৪ প্রো ডিজনি প্রিন্সেস লিমিটেড এডিশন আগামী ২৭ জুন চীনা মার্কেটে আত্মপ্রকাশ করবে। এছাড়া, এই টিজারটি আসন্ন ফোনের সাথে সম্পর্কিত নান্দনিক দিকের ওপর ফোকাস করেছে। পোস্টারটিতে একটি আয়নায় স্নো হোয়াইটের একটি ছায়াময় ছবি রয়েছে, যার সাথে ট্যাগলাইন রয়েছে "একটি সুপার ফটোজেনিক কাস্টম ফোন।" এটির সাহায্যে কোম্পানি কি বোঝাতে চেয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে সেটা জানার জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না।

প্রসঙ্গত, শাওমি এই প্রথম ডিজনি বা অন্যান্য জনপ্রিয় চরিত্রের সাথে কোলাবরেশন করছে না। সিভি সিরিজের ফোনকে এর আগে হ্যালো কিটি (Hello Kitty), স্ট্রবেরি বিয়ার (Strawberry Bear), এমনকি ডিজনির ১০০ তম বার্ষিকী উদযাপন করতে একটি মিকি মাউস (Mickey Mouse) সংস্করণেও পেশ করা হয়েছে।

এই সমস্ত কো-ব্র্যান্ডেড শাওমি ফোনগুলি বিশেষ প্যাকেজিং, এক্সক্লুসিভ থিম এবং আকর্ষণীয় চার্জিং অ্যানিমেশন অফার করে। Xiaomi Civi 4 Pro Disney Princess Limited Edition একই পথ অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে।

যদিও ডিজাইনটি এখনও প্রকাশ করা হয়নি, তবে এই সীমিত সংস্করণের ফোনটির সামগ্রিক বৈশিষ্ট্যগুলি স্ট্যান্ডার্ড Xiaomi Civi 4 Pro ফোনের মতোই হবে। অর্থাৎ এতে ১২০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং মসৃণ ডিমিং প্রযুক্তি সহ কার্ভড ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ফোনটিতে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত লেটেস্ট Snapdragon 8s Gen 3 চিপসেট রয়েছে।

ক্যামেরা সিস্টেম Xiaomi Civi 4 Pro ফোনের আরেকটি হাইলাইট। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ নম্বর সিরিজের বাইরে প্রথম শাওমি ফোন, যা লাইকা (Leica) ইমেজিং সিস্টেম সহ এসেছে। Civi 4 Pro-তে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অবস্থান করছে। সবগুলিই লাইকা দ্বারা কো-ইঞ্জিনিয়ার করা হয়েছে৷ এমনকি ফোনের সামনে দুটি ক্যামেরা রয়েছে - একটি ৩২ মেগাপিক্সেলের প্রধান এবং আল্ট্রাওয়াইড সেলফির জন্য আরেকটি ৩২ মেগাপিক্সেলের লেন্স৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi Civi 4 Pro হ্যান্ডসেটটিতে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story
Share it