ভারতে আসছে না দুর্দান্ত ফিচারের Xiaomi CIVI, তবে অন্য নামে লঞ্চ হওয়ার সম্ভাবনা

চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা শাওমি (Xiaomi), কয়েকদিন আগেই তাদের ঘরেলু বাজারে CIVI সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে। Xiaomi CIVI নামে আসা এই ফোনে অত্যাধুনিক ফিচার…

চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা শাওমি (Xiaomi), কয়েকদিন আগেই তাদের ঘরেলু বাজারে CIVI সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে। Xiaomi CIVI নামে আসা এই ফোনে অত্যাধুনিক ফিচার রয়েছে। ফলে অনেকেই মনে করেছিলেন যে খুব তাড়াতাড়ি অন্যান্য দেশের বাজারে নতুন ডিভাইসটির দেখা মিলবে। এমনকি ভারতে এর দাম কত হতে পারে সেটা অনুমান করার চেষ্টাও হয়েছে। কিন্তু সংস্থার পক্ষ থেকে এদিন সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, Xiaomi CIVI নামে আগত নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে কেবলমাত্র মেইনল্যান্ড চায়নার অধিবাসীগণ এই ফোন কেনার সুযোগ পাবেন।

আজ্ঞে হ্যাঁ, আলোচ্য শাওমি সিভি ডিভাইসে একাধিক আকর্ষণীয় ফিচারের উপস্থিতি দেখে যে সব ভারতীয় এই ফোন কেনার কথা ভাবছিলেন, প্রস্তুতকারক সংস্থার সিদ্ধান্ত তাদের ইচ্ছায় কার্যত জল ঢেলে দিল। অবশ্য শুধুমাত্র ভারত নয়, ভারতের বাইরে অন্যান্য দেশেও ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা কম। তবে অনেকেই এই বিষয়টিকে ততটা গুরুত্ব দিতে চাইছেন না। কারণ এর আগে বহুবার শাওমি চীনে লঞ্চ হওয়া তাদের পণ্যকে আলাদা নামে বিশ্ববাজারে পেশ করেছে। সিভি স্মার্টফোনের ক্ষেত্রেও তেমন কিছু ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।

উল্লেখ্য, চীনে লঞ্চ হওয়া Xiaomi CIVI ডিভাইসটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের বেস ভ্যারিয়েন্টে এসেছে। এর মূল্য প্রায় ২,৫৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,৭০৭ টাকা)। এছাড়াও এর ৮+২৫৬ এবং ১২+২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,৮৯৯ ও ৩,১৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,১৩৬ ও ৩৬,৫৬৫ টাকা)।

স্পেসিফিকেশনের দিক থেকে Xiaomi CIVI স্মার্টফোনে আমরা ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবো, যার পিক্সেল রেজোলিউশন ১০৮০x২৪০০। এই ডিসপ্লে এইচডিআর১০+ ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ এসেছে।

আবার প্রসেসরের কথা বলতে গেলে, নতুন CIVI ডিভাইসে ৭৭৮জি স্ন্যাপড্রাগন প্রসেসর (778G Snapdragon) ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রধান লেন্সটি ৬৪ মেগাপিক্সেলের। এছাড়া আলোচ্য স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

নয়া এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম স্কিনে রান করবে। ফোনটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন