Xiaomi ও Poco-র এই দুই স্মার্টফোন ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, আপনি ব্যবহার করছেন কি?

Xiaomi মাঝেমাঝেই তাদের এন্ড অফ লাইফ (EOL) লিস্ট আপডেট করে। এই লিস্টে কোনো ফোন কে অন্তর্ভুক্ত করার অর্থ, আর ওই ডিভাইসে কোনো আপডেট আসবে না।…

Xiaomi Civi Poco C31 Smartphones Added To End Of Life List No More Update

Xiaomi মাঝেমাঝেই তাদের এন্ড অফ লাইফ (EOL) লিস্ট আপডেট করে। এই লিস্টে কোনো ফোন কে অন্তর্ভুক্ত করার অর্থ, আর ওই ডিভাইসে কোনো আপডেট আসবে না। এমনকি সিকিউরিট প্যাচও পাবে না স্মার্টফোনগুলি। আর এই লিস্টে সেই সমস্ত হ্যান্ডসেট স্থান পায় যেগুলি দুই থেকে তিন বছর আগে লঞ্চ হয়েছে। সম্প্রতি এই লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে আরও দুটি শাওমি স্মার্টফোন – Poco C31 ও Xiaomi Civi। ফলে এবার থেকে এই দুই ডিভাইস ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হবে।

Xiaomi Civi ও Poco C31 ফোনকে অন্তর্ভুক্ত করা হল এন্ড অফ লাইফ (EOL) লিস্টে

২৬ সেপ্টেম্বর শাওমি তাদের এন্ড অফ লাইফ লিস্ট আপডেট করেছে। এখন এই লিস্টে Xiaomi Civi ও Poco C31 ফোনকে খুঁজে পাওয়া গেছে। ফলে এই ডিভাইস দুটি আর শাওমির থেকে কোনো নতুন সফটওয়্যার আপডেট বা সিকিউরিটি প্যাচ পাবে না।

উল্লেখ্য, Xiaomi Civi ডিভাইসটি চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ আপডেট পেয়েছিল। এই আপডেট ছিল HyperOS ভিত্তিক। এটি শাওমির নতুন ইন্টারফেস। তবে নতুন ওএস পাওয়ার বছরেই ফোনটিকে এন্ড অফ লাইফ লিস্টে অন্তর্ভুক্ত করা হল।

অন্যদিকে Poco C31 স্মার্টফোনের কথা বললে, এটি অনেক আগে থেকেই কোনো আপডেট পাচ্ছিল না। এই ডিভাইসে শেষ আপডেট এসেছিল ২০২৩ সালের জুলাইয়ে। ফোনটি এখন MIUI 12.5 কাস্টম ওএসে চলে, যা অনেক পুরানো ওএস।

তবে মনে রাখবেন, এন্ড অফ লাইফ লিস্টে অন্তর্ভুক্ত করার অর্থ এই নয় যে, ফোনগুলি আর চলবে না। আপনি এখনও দীর্ঘদিন ডিভাইসগুলি ব্যবহার করতে পারেন। তবে এগুলি ব্যবহার করা মোটেও নিরাপদ হবে না। কারণ এগুলিতে আর কোনো সিকিউরিটি আপডেট আসবে না। ফলে নতুন সিকিউরিটি সমস্যা সমাধানে অক্ষম থাকবে ফোনগুলি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন