50MP ট্রিপল ক্যামেরা ও MediaTek প্রসেসর-সহ একজোড়া নয়া ফোন আনছে Xiaomi

জুনের শেষের দিকে প্রকাশ্যে এসেছিল একটি রিপোর্ট। তাতে দাবি করা হয়েছিল যে ২০২১-এর দ্বিতীয়ার্ধে অন্তত ১৩টি নতুন ডিভাইস লঞ্চ করবে শাওমি (Xiaomi)। এমনকি, সেই ডিভাইসগুলির…

জুনের শেষের দিকে প্রকাশ্যে এসেছিল একটি রিপোর্ট। তাতে দাবি করা হয়েছিল যে ২০২১-এর দ্বিতীয়ার্ধে অন্তত ১৩টি নতুন ডিভাইস লঞ্চ করবে শাওমি (Xiaomi)। এমনকি, সেই ডিভাইসগুলির কোডনাম পর্যন্ত প্রকাশ করা হয়েছিল। মাস দুই অতিক্রান্ত হওয়ার পর সেগুলির মধ্যে দুটি ডিভাইসের স্পেসিফিকেশন এবার সামনে এসেছে।

Xiaomiui-এর দেওয়া তথ্য বলছে, Evergeen, Evergo ও Ingress কোডনামের তিনটি স্মার্টফোনের উপর কাজ করছে শাওমি। উল্লেখ্য, তৃতীয় নামটির সঙ্গে আমরা অপরিচিত। Evergeen, Evergo-র কোডনাম আগে লিক হওয়া শাওমির ১৩টি আপকামিং ডিভাইসের মধ্যে থাকলেও, Ingress নামটি সদ্য প্রকাশ্যে এসেছে।

Xiaomi Evergeen, Evergo মডেল নম্বর ও প্রসেসর

শাওমির এভারগ্রীন ও এভারগো-র মডেল নম্বর যথাক্রমে K16 ও K16A। মিডিয়াটেক প্রসসর সহযোগে আসবে ফোন দু’টি। ঠিক কোন সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে, তা জানা যায়নি।

Xiaomi Evergeen , Evergo ক্যামেরা

শাওমি এভারগ্রীন ও এভারগো-তে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং একটি টেলিম্যাক্রো ক্যামেরা। যদিও প্রাইমারি ক্যামেরা হিসেবে দুটো ফোনে আলাদা আলাদা সেন্সর দেওয়া হবে।

একটি ফোনে থাকবে Omnivision OV50C40 ক্যামেরা। আরেকটি ফোনে পাওয়া যাবে Samsung S5KJN1 সেন্সর। আবার আল্ট্রা ওয়াইড লেন্স হিসেবে ব্যবহার করা হবে Sony IMX355 সেন্সর।

Xiaomi Evergeen, Evergo মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে বাজারে আসতে পারে। তবে Xiaomi-এর বদলে Redmi ব্র্যান্ডিংয়ের সাথে এরা আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। দুর্ভাগ্যবশত, Xiaomi Ingress ফোনটির সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন