পরিচিত মুখ ছাড়া খুলবে না দরজা, Xiaomi আনল Face Recognition Smart Door Lock

জনপ্রিয় টেক ব্র্যান্ড শাওমি অত্যাধুনিক ৩ডি (3D) স্ট্রাকচার্ড লাইট ফেসিয়াল রিকগনিশন সহ তাদের নতুন স্মার্ট ডোর লক, Xiaomi Face Recognition Smart Door Lock চীনা বাজারে…

জনপ্রিয় টেক ব্র্যান্ড শাওমি অত্যাধুনিক ৩ডি (3D) স্ট্রাকচার্ড লাইট ফেসিয়াল রিকগনিশন সহ তাদের নতুন স্মার্ট ডোর লক, Xiaomi Face Recognition Smart Door Lock চীনা বাজারে লঞ্চ করেছে। এটি গতবছর লঞ্চ হওয়া Xiaomi Smart Door Lock X-এর একটি নতুন সংস্করণ। এতে একটি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটিতে কী, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট এবং স্মার্টফোন অ্যাপ ব্যবহার করা যাবে। আসুন এই স্মার্ট ডোর লকটির দাম ও ফিচারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

শাওমি ফেস রিকগনিশন স্মার্ট ডোর লক-এর দাম – Xiaomi Face Recognition Smart Door Lock Price

শাওমি ফেস রিকগনিশন স্মার্ট ডোর লকটির প্রি-সেল মূল্য ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৭৫০ টাকা)। যদিও, এর আসল দাম ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,০০০ টাকা)। নতুন শাওমি ফেস রিকগনিশন স্মার্ট ডোর লকটি তার পূর্বসূরি শাওমি স্মার্ট ডোর লক এক্স-এর তুলনায় কম ব্যয়বহুল, যার মূল্য ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৫৫০ টাকা)। নতুন স্মার্ট ডোর লকের প্রি-সেল আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং চীনে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এটির সেল শুরু হবে।

শাওমি ফেস রিকগনিশন স্মার্ট ডোর লক-এর স্পেসিফিকেশন – Xiaomi Face Recognition Smart Door Lock Specifications

নতুন শাওমি স্মার্ট ডোর লকটির সাথে গতবছরের স্মার্ট ডোর লক এক্স-এর একটি সাদৃশ্য রয়েছে, যা হল ৩ডি (3D) স্ট্রাকচার্ড লাইট ফেসিয়াল রিকগনিশন। ফেস রিকগনিশন স্মার্ট ডোর লকটির ভিতরে একটি অ্যামোলেড (AMOLED) স্ক্রিনও রয়েছে। স্মার্ট ডোর লক আনলক করার জন্য একটি চাবি, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা স্মার্টফোন অ্যাপ- এই বিকল্পগুলি উপলব্ধ রয়েছে।

Xiaomi Face Recognition Smart Door Lock-এর পরিমাপ ৪৭৩ x ১৮৫ x ১০৫ মিলিমিটার এবং মোট ওজন ৪ গ্রাম। এটি একটি অ্যালুমিনিয়াম অ্যালয় প্যানেল দিয়ে তৈরি। ডোর লকটি ৪০ মিলিমিটার এবং ১২০ মিলিমিটার মাপের দরজাগুলির জন্য উপযুক্ত। শাওমি এখনও Face Recognition Smart Door Lock-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রদান করেনি, তবে এটি এর পূর্বসূরির থেকে খুব বেশি আলাদা হবে বলে মনে হয় না। স্মার্ট ডোর লক এক্স-এ ৬,২৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৬ মাস ধরে চলতে পারে। গ্যাজেটটি ১.৩ থেকে ২ মিটার পর্যন্ত ৫০টি ব্যবহারকারীর ফেসিয়াল এলিমেন্ট রেকর্ড করতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন