চলতি বছরেই বাজারে আসছে Xiaomi এর ফোল্ডিং ফোন, থাকতে পারে ১০৮ এমপি ক্যামেরা

এবছরের শেষেই লঞ্চ হতে পারে শাওমি ফোল্ডিং ফোন (Xiaomi Foldable Smartphone)। যার ফোল্ডিং ম্যাকানিজম Samsung Galaxy Z Fold...
PUJA 15 Jan 2021 11:06 AM IST

এবছরের শেষেই লঞ্চ হতে পারে শাওমি ফোল্ডিং ফোন (Xiaomi Foldable Smartphone)। যার ফোল্ডিং ম্যাকানিজম Samsung Galaxy Z Fold 2 এর মত হতে পারে। আসলে চীনের সাবওয়েতে শাওমির একটি ফোল্ডিং ফোনকে দেখা গেছে, যেটি MIUI 12 কাস্টম স্কিন দ্বারা চালিত। এই ফোনের ছবি চীনের মাইক্রোব্লগিং সাইট Weibo তে শেয়ার করা হয়েছে। যদিও ফোনটি কি নামে আসবে, বা এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে এটির ডিসপ্লে দুই ভাগে বিভক্ত হবে, এমনটাই পোস্টে দেখা গেছে।

প্রসঙ্গত ২০১৯ এর জানুয়ারিতে Xiaomi প্রথমবার তাদের ফোল্ডিং ফোন সামনে এনেছিল। যারপরে নিশ্চিত হয় যে চীনা স্মার্টফোন কোম্পানিটি ভবিষ্যতে ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে আনবে। কয়েকদিন আগেই একটি রিপোর্টে জানা গিয়েছিল, চীনা স্মার্টফোন কোম্পানিটি ২০২১ সালে তিন ধরণের ফোল্ডিং ফোন লঞ্চ করবে। আপাতত Samsung, Motorola ও Huawei এর ধরণের ফোন লঞ্চ করেছে। এছাড়াও বহু কোম্পানি এই প্রযুক্তির উপর কাজ করছে বলে শোনা যাচ্ছে।

Weibo পোস্ট অনুযায়ী, (ডিলিট করে দেওয়া হয়েছে) শাওমির এই ফোল্ডিং ফোনের ডিসপ্লে ২০১৯ সালে দেখানো ফোনটির ডিসপ্লের তুলনায় বড়। যদিও ডিজাইন হুবহু একই। ছবি তে মনে হচ্ছে এটি একটি ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ, যেটি প্রোটেক্টিভ কেসের মধ্যে আছে। এছাড়াও এটি একটি ইন ফোল্ডিং ডিজাইনের স্মার্টফোন হবে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, শাওমির ফোল্ডিং ফোনে Samsung এর UTG টেকনোলজি (আলট্রা থিন ফ্লেক্সিবল গ্লাস) ব্যবহার করা হবে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ থেকে ১২০ হার্টজ। গত অক্টোবরে XDA Developers, MIUI 12 এর বিটা আপডেটে “Cetus” কোডনেমের সাথে শাওমির একটি ফোল্ডিং ফোনের অস্তিত্ব খুঁজে পায়। যেখান থেকে জানা গিয়েছিল এই ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

Show Full Article
Next Story