Xiaomi President Step Down

শাওমি ইন্ডিয়ার প্রেসিডেন্টের পদ ছাড়ছেন মুরালীকৃষ্ণন বি, কারণ কি

Xiaomi President Step Down - শাওমি ইন্ডিয়ার প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন মুরালীকৃষ্ণন বি। চলতি বছরের শেষের দিকে তিনি পদত্যাগ করবেন। শাওমি ইন্ডিয়ার তরফে বলা হয়েছে যে,"প্রযুক্তি প্ল্যাটফর্মগুলিতে ক্রেতাদের আচরণ" সম্পর্কে আরও ভালোভাবে ধারণা পেতে মুরালীকৃষ্ণন বি নতুন কোর্সে ভর্তি হয়েছে।

Julai Mondal 5 Nov 2024 7:00 PM IST

শাওমি ইন্ডিয়ার প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন মুরালীকৃষ্ণন বি। চলতি বছরের শেষের দিকে তিনি পদত্যাগ করবেন। শাওমি ইন্ডিয়ার তরফে বলা হয়েছে যে,"প্রযুক্তি প্ল্যাটফর্মগুলিতে ক্রেতাদের আচরণ" সম্পর্কে আরও ভালোভাবে ধারণা পেতে মুরালীকৃষ্ণন বি নতুন কোর্সে ভর্তি হয়েছে। এই কারণে সে কোম্পানির প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, মুরালী ২০১৮ সালে শাওমি ইন্ডিয়ায় যোগদান করেছিলেন এবং ২০২২ সালে প্রেসিডেন্ট পদে পদোন্নতির আগে সিওও হিসাবে দায়িত্ব পালন করেন। ভারতে শাওমির ব্র্যান্ড এবং কৌশলগত দিকনির্দেশনাকে শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শাওমির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম জেং কোম্পানিকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য মুরালীর প্রশংসা করেছেন।

তবে নেতৃত্ব বদল হলেও শাওমি ইন্ডিয়া ভারতীয় বাজারে অত্যাধুনিক প্রোডাক্ট আনতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আজ অ্যাডাম জেং স্পষ্ট করেছেন। তিনি জানান 'শাওমির একটি অভিজ্ঞ দল রয়েছে। আর তার সাথে ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সুধীন মাথুর, শাওমির সিওও হিসেবে থাকায় কোম্পানি আগের থেকেও আরও ভালো ব্যবসা করবে বলে আমি বিশ্বাস করি।' উল্লেখ্য মাথুর এর আগে মোটোরোলা মোবিলিটি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক, লেনোভো মোবাইল বিজনেস গ্রুপের কান্ট্রি হেড হিসেবে কাজ করেছেন। এছাড়া সনি এরিকসন এবং এলজি মোবাইলে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

মাথুরের পাশাপাশি, সমীর রাও (সিএফও), বরুণ মদন (সিপিও) এবং অনুজ শর্মা (সিএমও) এর মতো অন্যান্য অভিজ্ঞ কর্মকর্তারা শাওমিকে বিশ্বমানের প্রযুক্তি অফার করতে এবং ভারতে কোম্পানির অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে বলে অ্যাডাম জেং জানিয়েছেন।

জানিয়ে রাখি, ভারতীয় স্মার্টফোন বাজারে শিপমেন্ট চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শাওমিও এই সময় গত বছরের তৃতীয় কোয়ার্টারের তুলনায় ৩ শতাংশ অধিক সংখ্যক স্মার্টফোন বিক্রি করতে পেরেছে। বিক্রির নিরিখে তারা ভিভো ও স্যামসাংয়ের পরেই আছে বলে কাউন্টার পয়েন্ট তাদের রিপোর্টে জানিয়েছে।

Show Full Article
Next Story