আন্ডার ডিসপ্লে ক্যামেরার Xiaomi J18s ফোল্ডিং ফোনের টেস্টিং শুরু, থাকবে হাই রিফ্রেশ রেট

ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করার ক্ষেত্রে Xiaomi যে কোনো ভাবেই পিছিয়ে নেয়, তা মার্চের শেষান্তে Mi Mix Fold লঞ্চ হওয়ার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল। এখন…

ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করার ক্ষেত্রে Xiaomi যে কোনো ভাবেই পিছিয়ে নেয়, তা মার্চের শেষান্তে Mi Mix Fold লঞ্চ হওয়ার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল। এখন আবার, Xiaomi এই ফোল্ডেবল স্মার্টফোনের সাক্সেসর স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। Xiaomi-এর এই আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে প্রায় দিন নতুন কোন তথ্য সামনে আসছে।সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, Xiaomi ইতিমধ্যেই J18s ইন্টারনাল মডেল নম্বরের ফোল্ডিং স্মার্টফোনের টেস্টিং শুরু করে দিয়েছে।

রিপোর্টটি জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফাঁস করেছে। টিপস্টারের মতে, ডিভাইসটির ইন্টারনাল ডিসপ্লের পাশাপাশি এক্সটারনাল ডিসপ্লে হাই রিফ্রেশ রেট অফার করবে, সেটি ৯০ বা ১২০ হার্টজ হতে পারে।

এই প্রসঙ্গে বলে রাখি, আগে দাবি করা হয়েছিল, Xiaomi-এর আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনের কোডনাম “Argo” এবং এটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ আসবে। পরে জানা যায়, Argo এবং J18s আদতে একই ডিভাইস।

সুতরাং, শাওমি এমআই মিক্স ফোল্ড-এর পরবর্তী ফোল্ডিং স্মার্টফোনে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা থাকার কথা ধরে নেওয়া যায়। ক্যামেরা কনফিগারেশনের কথা বললে, এটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৩x লিকুইড লেন্স, এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সহ আসতে পারে।

লঞ্চের টাইমলাইন যেহেতু নিশ্চিত করা হয়নি। তাই অগস্টের আগে শাওমির দ্বিতীয় ফোল্ডেবল ফোন বাজারে আসার সম্ভাবনা খুবই কম। এ বছরের শেষে ফোনটি লঞ্চ হবে বলে জল্পনা রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন