ফুল চার্জে চলবে একটানা ২০ ঘন্টা, নতুন ইনভার্টার ফ্যান আনলো Xiaomi

শাওমির সহযোগী কোম্পানি SMartmi ahs সম্প্রতি একটি ডুয়াল পারপাস ইনভার্টার ফ্যান লঞ্চ করেছে। এই পাখার বিশেষত্ব হল, এটি আপনারা টেবিল ফ্যানের মত ব্যবহার করতে পারবেন,…

শাওমির সহযোগী কোম্পানি SMartmi ahs সম্প্রতি একটি ডুয়াল পারপাস ইনভার্টার ফ্যান লঞ্চ করেছে। এই পাখার বিশেষত্ব হল, এটি আপনারা টেবিল ফ্যানের মত ব্যবহার করতে পারবেন, পাশাপাশি মেঝেতে রেখেও ব্যবহার করতে পারবেন এই পাখাটিকে। এই পাখাটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে চিনে Jingdong (JD.com) ওয়েবসাইটে। এবং এই পাখার দাম রাখা হয়েছে ৭৯৯ ইউয়ান যা ভারতীয় মুদ্রায় ৮,৬০০ টাকার কাছাকাছি।

এই নতুন পাখাটি একটি ডিসি ইনভার্টার ফ্যান, যে ন্যাচুরাল উইন্ড ফাংশন ব্যবহার করে। এতে যুক্ত করা পিলার আপনারা সরাতে পারেন, যাতে এই পাখার উচ্চতা আপনারা নিজের মতো করে পরিবর্তন করতে পারেন। এছাড়া এই পাখায় আরো একটি বিশেষত্ব আছে যে, এই পাখাটিকে আপনারা ১০০°-র বেশি উপরের দিকে ঘোরাতে পারবেন। এছাড়াও ডানদিকে বাঁদিকে এই পাখাকে আপনারা ১২০° ঘোরাতে পারবেন।

এই পাখায় জাপানে তৈরি ব্রাশলেস মোটর দেওয়া হয়েছে, যা অত্যন্ত কম আওয়াজ করে। এই পাখা খুবই দ্রুত হাওয়া দিতে পারে। পাখায় দেওয়া হচ্ছে সাতটি ফ্যান ব্লেড। এই পাখাটি ৯ মিটারের দূরত্ব অবধি হাওয়া দিতে পারে। এবং এই পাখার উইন্ড আউটপুট ২৪.৮ ঘনমিটার/ মিনিট।

এই পাখায় দেওয়া হয়েছে লিথিয়াম ব্যাটারি। কোম্পানির থেকে জানানো হচ্ছে যে এই ব্যাটারি আপনাকে ২০ ঘন্টার ব্যাকআপ দেবে। এই পাখার ওজন ৩.৭ কিলোগ্রাম এবং এই পাখাটিকে খুবই সহজে এক হাতে তুলে নেওয়া যাবে। শুধুমাত্র এই পাখায় দেওয়া বোতাম ছাড়াও আপনারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই পাখাকে অপারেট করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *